IND vs SA: দাসেনের অতি সহজ ক্যাচ ছেড়ে ম্যাচ হারালেন শ্রেয়স! টার্নিং পয়েন্ট এটাই
ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটের বহু প্রচলিত প্রবাদ আরও একবার সত্যি প্রমাণিত হল। একটা ক্যাচ মিসের কতবড় মাশুল দিতে হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেল টিম ইন্ডিয়া। দিল্লিতে রাসি ভ্যান ডার দাসেনের অতি সহজ ক্যাচ ছেড়ে দক্ষিণ আফ্রিকাকে কার্যত ম্যাচ উপহার দেন শ্রেয়স আইয়ার।
দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১৫.২ ওভারে আবেশ খানের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন দাসেন। তবে বল সোজা শ্রেয়স আইয়ারের হাতে চলে যায়। যদিও শ্রেয়স ক্যাচ ধরতে পারেননি।
জীবনদান পাওয়ার আগে পর্যন্ত দাসেন রীতিমতো খোঁড়াচ্ছিলেন। সেই সময় আউট হলে দাসেনের স্কোর দাঁড়াত ৩১ বলে ২৯ রান। তবে ক্যাচ মিস হওয়ার পরেই দাসেন আগ্রাসী মেজাজে ধরা দেন। শেষমেশ ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৭৫ রান করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন রাসি। সুতরাং, পরের ১৫টি বলে দাসেন সংগ্রহ করেন ৪৬ রান।
আরও পড়ুন:- IND vs SA: রান তাড়া করে রেকর্ড জয় দক্ষিণ আফ্রিকার, ভারতের একক বিশ্বরেকর্ডের সম্ভাবনা জলে
দাসেন সঙ্গত না করলে একা মিলারের পক্ষে ভারতের ২১১ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতানো সম্ভব হতো কিনা সন্দেহ। তাছাড়া দাসেন আউট হলে ক্রিজে এসে নতুন ব্যাটসম্যানকে সেট হওয়ার সময় নিতে হতো। তাতে চাপ বাড়ত দক্ষিণ আফ্রিকার। ফলে মিলারের মতো সেট ব্যাটসম্যানের মধ্যেও ভুল করার প্রবণতা চোখে পড়তে পারত।
আরও পড়ুন:- IND vs SA: সিরিজের শুরুতেই ঘোর বিপত্তি, করোনা আক্রান্ত প্রোটিয়া তারকা
স্বাভাবিকভাবেই সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতের হারের অন্যতম কারণ হিসেবে বর্ণনা করা হচ্ছে এই ক্যাচ মিসটিকেই। এটিই শেষমেশ ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দেখা দেয়।
For all the latest Sports News Click Here