IND vs SA-টি-২০তে সর্বনিম্ন স্কোরে একাধিক ক্রিকেটারের অর্ধশতরানের নজির গড়ল ভারত
শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক টি-২০তে দলীয় সর্বনিম্ন স্কোরেও দলের একাধিক ব্যাটারের অর্ধশতরান করার নজির গড়ল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নজির স্থাপন করল রোহিত বাহিনী। তিরবনন্তপুরমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টি-২০ ম্যাচেই এই নজির গড়ল তারা। বুধবার লো স্কোরিং ম্যাচে এই নজির গড়ে ফেলল টিম ইন্ডিয়া। এদিন ভারতীয় বোলারদের দাপটে কার্যত দিশেহারা হয়ে গিয়েছিল প্রোটিয়া বাহিনী। ফলে অল্প রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আটকে ফেলতে সমর্থ হয় ভারতীয় দল। বাকি কাজটা সুষ্ঠুভাবে শেষ করতে ভুল করেননি ভারতীয় ব্যাটাররা।
আরও পড়ুন… ‘MCG ঘরের মাঠ’ T20 বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে রোহিতদের হুঁশিয়ারি হ্যারিসের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১০ রান করে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। রান তাড়া করতে গিয়ে তারা হারায় মাত্র দুটি উইকেট। আর এই অল্প স্কোরের মধ্যেও অর্ধশতরান করেন দুই ব্যাটার কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব। আর এর মাধ্যমে দলীয় সর্বনিম্ন স্কোরেও একাধিক ব্যাটারের অর্ধশতরান করার নজির নিজেদের দখলে নেয় টিম ইন্ডিয়া। আসুন একনজরে দেখে নেওয়া যাক দলীয় কম রানেও একাধিক ব্যাটারের অর্ধশতরান করার নজিরের সেই তালিকা :
১) ২০২২ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১১০/২
২) ২০২২ জার্মানি বনাম ফিলিপিন্স ১১৫/১
৩) ২০২১ রোমানিয়া বনাম সার্বিয়া ১১৬/০
৪) ২০১৯ অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ১১৮/১
৫) ২০২১ দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ১২১/০
এ দিন ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য মাত্রা ছিল ১০৭ রানের। ব্যাট করতে নেমে প্রথমে বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। তাদের অধিনায়ক রোহিত শর্মা এবং স্টার ব্যাটার বিরাট কোহলির উইকেট তারা অল্প রানেই হারায়। এরপর ইনিংসের হাল ধরেন কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। জুটিতে ৯৩ রান তোলেন তাঁরা। সূর্যকুমার ৫০ রান করে অপরাজিত ছিলেন। অন্যদিকে ৫১ রান করে অপরাজিত ছিলেন কেএল রাহুল।
আরও পড়ুন… অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা! ম্যাডিনসনের মোটা ব্যাটের জন্য কাটা গেল তাঁর দলের ১০ পয়েন্ট
অন্যদিকে আর্শদীপ সিং এবং দীপক চাহারের বোলিং তান্ডবে মাত্র ৯ রানেই পাঁচ উইকেট হারিয়েছিল প্রোটিয়া বাহিনী। কেশব মহারাজ ৪১, এডেন মার্করাম ২৫ এবং ওয়েন পার্নেল ২৪ রান করে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন। ১০৬ রান করে দক্ষিণ আফ্রিকা। আর্শদীপ ৩ টি এবং চাহার ও হার্ষাল প্যাটেল দুটি করে উইকেট নিয়েছিলেন।
For all the latest Sports News Click Here