IND vs SA: টানা ৫ ম্যাচে টস হেরে ঋষভ পন্তের মজাদার প্রতিক্রিয়ার ভিডিয়ো দেখুন
লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে যান ঋষভ পন্ত। ভারতের ক্যাপ্টেন হিসেবে প্রথম ২টি ম্যাচে হারের মুখ দেখতে হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের দু’টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া।
হার-জিতের নিরিখে ভারতীয় দল ছবিটা বদলে দিতে সক্ষম হলেও টস-ভাগ্য বদলায়নি ঋষভ পন্তের। ঘরের মাঠ দিল্লিতে সিরিজের প্রথম ম্যাচে টস হারা শুরু পন্তের। বেঙ্গালুরুতে সিরিজে পঞ্চম তথা শেষ ম্যাচ পর্যন্ত জারি থাকে ঋষভের টস হারার ধারাবাহিকতা।
সিরিজের পাঁচটি ম্যাচেই টস হারেন পন্ত। বিষয়টা ঋষভ নিজেও হজম করতে পারেননি, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতে। চিন্নাস্বামীতে টস হারার পরে পন্তের শরীরি ভাষা ছিল দেখার মতো। তাঁর প্রতিক্রিয়াতেই অবিশ্বাসের ভাব ফুটে ওঠে। তাঁর হাসি ছিল দেখার মতো। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথও পন্তের দুর্ভাগ্যে না হেসে পারেননি। ধারাভাষ্যকাররা তো হেসেই খুন পন্তের এমন টস হারের ধারাবাহিকতা দেখে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
উল্লেখ্য, দিল্লিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারত ৭ উইকেটে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। কটকের দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় ৪ উইকেটে।
আরও পড়ুন:- শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে কেন জায়গা পেলেন না ঝুলন? BCCI ও নির্বাচকদের কোর্টে বল ঠেললেন কোচ রমেশ পাওয়ার
৫ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়লে সিরিজের ফেরা কতটা মুশকিল হয়ে দাঁড়ায়, সেটা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। তবে সেই মুশকিল কাজটা সহজে করে দেখায় টিম ইন্ডিয়া। ভারত বিশাখাপত্তনমে জয় তুলে নেয় ৪৮ রানের বড় ব্যবধানে এবং রাজকোটে ৮২ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। সিরিজে ২-২ সমতা ফিরিয়ে বেঙ্গালুরুতে শেষ ম্যাচ খেলতে পা দেয় ভারত।
For all the latest Sports News Click Here