IND vs PAK: মাথা নীচু করে ঝুঁকে জয়ের নায়ককে কুর্নিশ, কার্তিকের ভিডিয়ো হল ভাইরাল
রবিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। বল হাতে ৩ উইকেট নেন তিনি। পরে ১৭ বলে অপরাজিত ৩৩ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তারকা অলরাউন্ডার। শেষ ওভারে হার্দিক একটি জয়সূচক ছক্কা মেরে দশ মাস আগের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের কাছে হারের বদলাটাও পূরণ করলেন।
হার্দিক পান্ডিয়া যখন ছক্কা মেরে টিম ইন্ডিয়াকে জিতিয়েছিলেন, তখন অপর প্রান্তে ছিলেন দীনেশ কার্তিক। হার্দিক ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর কার্তিক যে ভাবে তারকা অলরাউন্ডারকে কুর্নিশ জানিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন সকলে।
আরও পড়ুন: আমি না পারলেও, হার্দিক পেরেছে-তবু শেষ না করতে পারার আফসোস জাদেজার
হার্দিকের দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য নন-স্ট্রাইকার জোনে দাঁড়িয়ে থাকা দীনেশ কার্তিক মাথা নত করে তাঁকে কুর্নিশ জানান। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে।
আসলে ভারতের জেতার জন্য শেষ তিন বলে দরকার ছিল ছয় রান। সেই সময়ে হার্দিক কিন্তু কার্তিককে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর উপর বিশ্বাস রাখতে বলেছিলেন এবং তার ঠিক পরেই ২০তম ওভারের চতুর্থ বলে যখন তিনি ছয় মেরে ম্যাচটি জেতান, তখন কার্তিকও হতবাক হয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত টসে জিতে ভারত প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। বাবর আজমরা ভারতের সামনে ১৪৮ রানের লক্ষ্য রেখেছিল। এই স্কোর টিম ইন্ডিয়া ২ বল বাকি থাকতেই করে ফেলে।
আরও পড়ুন: ৮ মাসে ২২টি T20 খেলে ফেলল ভারত, গড়ে ফেলল নতুন রেকর্ড
জয়ের জন্য শেষ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ছিল মোট ৭ রান। ২০তম ওভারে মহম্মদ নওয়াজের প্রথম বলে বড় শট খেলতে গিয়ে ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। এর পর ব্যাট করতে আসা দীনেশ কার্তিক এক রান করে হার্দিক পান্ডিয়ার হাতে স্ট্রাইক তুলে দেন। লং অন ওভারে নওয়াজের চতুর্থ বলে ফ্ল্যাট ছক্কা মেরে দলকে জয় এনে দেন হার্দিক।
এ দিন পাকিস্তান প্রথমে ব্য়াট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বিরাট কোহলি (৩৫), রবীন্দ্র জাদেজা (৩৫) এবং হার্দিক পান্ডিয়া (৩৩) রান পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হার্দিকই।
For all the latest Sports News Click Here