IND vs PAK: এই প্রথম ICC-র কোনও ট্রফিতে শেষ বলে রান তাড়া করে জিতল ভারত
এমন ম্যাচ দেখার জন্যই তো দিনের পর দিন অপেক্ষা করে থাকেন ক্রিকেটপ্রেমীরা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই ম্যাচটাই দেখা গেল। ভারত-পাকিস্তানের ম্যাচ যেমন হওয়া উচিত, তেমনই টানটান উত্তেজনার মোড়া ছিল মেলবোর্ন। শেষ ওভারের শেষ বল পর্যন্ত ছিল উত্তেজনায় মোড়া। শেষ ওভারের নাটকের পর অবশ্য জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তারা গড়ে ফেলল নয়া নজির।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ বলে ৪ উইকেটে ম্যাচ জিতে বাজিমাত করে ভারত। এই প্রথম বার আইসিসি-র কোনও ট্রফিতে শেষ বলে রান তাড়া করে জিতল ভারত। এর আগে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।
এ দিন মেলবোর্নে জয়ের নায়ক কিন্তু বিরাট কোহলি। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। দায়িত্ব নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দলকে জেতালেন কিং কোহলি।
এ দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেটে ১৫৯ রান করে। দুই ওপেনার চূড়ান্ত ব্যর্থ হলেও, শান মাশুদ এবং ইফতিকর আহমেদ দলের হাল ধরেন। শান মাশুদ ৪২ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন। ইফতিকার আহমেদ করেন ৩৪ বলে ৫১ রান। আর টেল এন্ডারে নেমে শাহিন আফ্রিদি ৮ বলে ১৬ করেছিলেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।
ভারতের আর্শদীপ সিং এবং হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩টি করে উইকেট। ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামি নিয়েছেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাটে করতে নেমে ভারতের দুই ওপেনারও ব্যর্থ হন। সূর্যকুমার যাদবও হতাশ করলেন। তবে হাল ধরেছিলেন বিরাট কোহলি। কিং কোহলি এশিয়া কাপ থেকেই ছন্দে রয়েছেন। এ দিন একা দায়িত্ব নিয়ে ভারতের হাল ধরেন। তাঁকে যোগ্য সঙ্গত করেছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি ৩৭ বলে ৪০ করেছিলেন। তবে ম্যাচ শেষ ওভারের নাটক পর্যন্ত গড়ায়। শেষ বলে ম্যাচ জিতে গত বিশ্বকাপের বদলা নিল ভারত। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে টিম ইন্ডিয়া। ৪ উইকেটে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here