IND vs NZ Live: ৪ উইকেট হারাল ভারত, ৫৬ করে সাজঘরে ফিরলেন রোহিত
লাইভ আপডেটস
Updated: 21 Nov 2021, 08:11 PM IST
- বিশ্বকাপের ফাইনালে হারের যন্ত্রণা নিয়েই ভারতের বিরুদ্ধে খেলতে এসেছে নিউজিল্যান্ড। কিন্তু পরপর দু’টি ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাত থেকে বের হয়ে গিয়েছে কিউয়িদের। আজ কলকাতার ইডেনে নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ করতে পারবে ভারত?
দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। নতুন কোচ, নতুন টি-টোয়েন্টি অধিনায়কের হাত ধরে ভারতের বিজয়রথ যেন তরতর করে এগিয়ে চলেছে। বিশ্বকাপের ফাইনালিস্টদের একেবারে কোণঠাঁসা করে রেখেছে ভারত। এই সবই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণাতে মলম দেওয়া।
আউট হলেন রোহিত
৩১ বলে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক। ইশ সোধি নিজের বলে নিজেই ক্যাচ ধরেন। ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান ভারতের। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার এবং বেঙ্কটেশ আইয়ার।
আউট হলেন পন্ত
ইডেনে নিরাশ করলেন ঋষভ পন্ত। ৬ বল খেলে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। পন্তকেও ফেরালেন সেই মিচেল স্যান্টনার। ক্যাচ ধরেন নিশাম। নেতৃত্বের দায়িত্ব পেয়ে এ দিন যেন মিচেল স্যান্টনার আগুন ঝড়াচ্ছেন। ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৩ রান। তিন উইকেটই নিয়েছেন মিচেল স্যান্টনার।
আউট হলেন সূর্য
সূর্যকুমারকেও ওভারের শেষ বলে ফেরালেন মিচেল স্যান্টনার। প্রথম ওভারে বল করতে এসেই ভারতকে চাপে ফেলে দিলেন তিনি। পরপর ২ উইকেট হারিয়ে চাপ বাড়ল ভারতের। এই একটা ওভারেই খেলার মোড় ঘুরে গেল। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৭১। মাত্র ২ রান হয়েছে এই ওভারে।
আউট হলেন ইশান
ইশান কিষাণকে ফেরালেন মিচেল স্যান্টনার। ২১ বলে ২৯ করে কিপারের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরলেন ইশান।
ভারত ৬ ওভারে ৬৯/০
এই ওভারে ২০ রান উঠল। পাওয়ার প্লে-তেই ভারতের ওপেনিং জুটি করে ফেলল ৬৯ রান। ১৭ বলে ৩৯ রান রোহিতের। ১৯ বলে ২৯ রান ইশান কিষাণের।
ভারত ৫ ওভারে ৪৯/০
১৩ বলে ২৪ করেছেন রোহিত। আর ১৭ বলে ২৪ রান করেছেন ইশান। দুই ওপেনিং জুটির দাপটে ৫ ওভারে ৪৯ রান ভারতের।
ভারত ৪ ওভারে ৩৯/০
১২ বলে ২৩ করে ফেলেছেন রোহিত। ১২ বলে ১৫ রান ইশানের। ৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৯ রান ভারতের।
ভারত ৩ ওভারে ২৯/০
রোহিত এবং ইশান দু’জনেই ৯ বল করে খেলে ১৪ রান করে করেছেন। ৩ ওভারে ২৯ রান ভারতের। এখনও কোনও উইকেট পড়েনি।
ভারত ২ ওভারে ১৮/০
এই ওভারে হল ১০ রান। ইশান কিষাণ দু’টি চার মেরেছেন। আর নিয়েছেন দুই রান। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৮ করে ফেলল ভারত। রোহিত ৮ রান করে অপরাজিত রয়েছেন।
ভারত ১ ওভারে ৮/০
প্রথম ওভারে রোহিত শর্মা দু’টি চার মারেন। যার ফলে এই ওভারে ৮ রান হয় ভারতের। কোনও উইকেট পড়েনি। ৮ রানই করেছেন রোহিত। ইশান এখনও স্ট্রাইকই পাননি।
খেলা শুরু
ইডেনের বেল বাজিয়ে খেলা শুরু হলো। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বেল বাজিয়ে খেলা শুরু করেন। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা এবং ইশান কিষাণ। ট্রেন্ট বোল্ট বল ওপেন করেছেন।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, টিম সেফার্ট (উইকেটকিপার), অ্যাডাম মিলনে, ইশ সোধি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল, হর্ষল প্যাটেল।
নিউজিল্যান্ড টিমে একটি পরিবর্তন
টিম সাউদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে দলে ঢুকছেন লকি ফার্গুসন। মিচেল স্যান্টনার অধিনায়কত্ব করবেন।
ভারতীয় দলে দু’টি পরিবর্তন
ইতিমধ্যে সিরিজ পকেটে পুড়ে ফেলেছে বারত। তাই ইডেনে শেষ টি-টোয়েন্টিতে পরীক্ষানিরীক্ষার রাস্তায় হেঁটেছে ভারত। কেএল রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের বদলে দলে ঢুকেছেন ইশান কিষাণ এবং যুজবেন্দ্র চাহাল।
টসে জিতল ভারত
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। এই নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা তিন ম্যাচেই টসে জিতল ভারত। ইডেনের উইকেটের যা চরিত্র, তাতে আগে ব্যাট করাটাই ভাল।
মুখোমুখি সাক্ষাতের ফল
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে মোট ১৯ বার মাঠে নেমেছে। ভারত জিতেছে ৮টি ম্যাচে। নিউজিল্যান্ড জিতেছে ৯টি ম্যাচ। টাই হয়েছে ২টি ম্যাচ।
ইডেনে উন্মাদনা
প্রায় দুই বছর পর ইডেনে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আসর বসছে। স্বাভাবিক ভাবেই উন্মাদনা তুঙ্গে। টিকিটের মারাত্মক চাহিদা রয়েছে। রমরমিয়ে চলছে টিকিটের কালোবাজারি। এর মাঝেই নিউজিল্যান্ডকে ভারত হোয়াইটওয়াশ করছে, তার সাক্ষী থাকতে চাইছে তিলোত্তমা। দেখার, সিরিজের ফল ৩-০ হয় কিনা!
কিউয়িদের হোয়াইটওয়াশ করা লক্ষ্য
দুরন্ত ছন্দে থেকে রোহিত শর্মার ভারত পরপর দুই ম্য়াচে নিউজিল্যান্ডকে হারায়। এখন তাদের সামনে লক্ষ্য ৩-০ সিরিজ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যেই ভারত আজ ইডেনে নিউজিল্যান্ডে মুখোমুখি হতে চলেছে।
For all the latest Sports News Click Here