IND vs NZ Live: হারলেই কি T20 বিশ্বকাপ থেকে বিদায় কোহলিদের? দেখুন গ্রুপের অঙ্ক
পাকিস্তানের কাছে হেরে বসায় ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরুতেই ধাক্কা খেয়েছে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। যদিও হারের ধাক্কা সামলে ওঠার আগেই আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হচ্ছে কোহলিদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটাই ঠিক করে দিতে পারে সুপার টুয়েলভের গ্রুপ-২ থেকে কারা সেমিফাইনালের টিকিট হাতে পাবে। পাকিস্তান ইতিমধ্যেই তিন ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে উঠে আসা স্কটল্যান্ড ও নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে বাবর আজমদের। সুতরাং, অঘটন না ঘটলে পাকিস্তানের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে। এই অবস্থায় দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আফগানিস্তানকে শেষ চারের লড়াইয়ে রাখতে রাজি নন বিশেষজ্ঞরা। সুতরাং, ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি লড়াইয়েই স্পষ্ট হয়ে যেতে পারে ছবিটা। স্বাভাবিকভাবেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ খাতায়-কলমে না হলেও পরিস্থিতির নিরিখে ডু-অর-ডাই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে বসা মানে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়া। ভারতের মতো ফেবারিট দল যদি প্রথম দু’ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের অপেক্ষায় প্রহর গোনে, তবে বাণিজ্যিকভাবে বিশ্বকাপ সফল হওয়া নিয়েও সংশয় তৈরি হয়ে যাবে নিশ্চিত। তাছাড়া ভারত শুরুতেই ছিটকে গেলে ক্যাপ্টেন হিসবে কেরিয়ারের শেষ টি-২০ টুর্নামেন্টে একরাশ লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হবে কোহলিকে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। কিউয়িদের হারালে ভারত পুনরায় টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে বিবেচিত হবে সন্দেহ নেই।
হারলেই কি ছিটকে যেতে হবে বিশ্বকাপ থেকে?
ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যে দল হারবে, খাতায়-কলমে তাদের সামনে সেমিফাইনালের রাস্তা খোলা থাকবে বটে, তবে পরিস্থিতির নিরিখে তাদের শেষ চারে যাওয়া নিতান্ত কঠিন হয়ে দাঁড়াবে। ভারত যদি এই ম্যাচে হারে, তবে লিগের বাকি তিনটি (আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়া) ম্যাচ জিতেও সেমিফাইনালের টিকিট হাতে আসা নিশ্চিত নয় কোহলিদের। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে বাকি ম্যাচগুলির (আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়া) মধ্যে অন্তত একটিতে হারতে হবে এবং তার পরেও নেট রান-রেটের জটিল হিসেব তো থাকছেই। সুতরাং ধরে নেওয়া যায় যে, এই ম্যাচে যে দল হারবে, তাদের সামনে সেমিফাইনালের রাস্তা কার্যত বন্ধ।
পাকিস্তান ইতিমধ্যেই ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে উঠে আসা স্কটল্যান্ড ও নমিবিয়ার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে বাবর আজমদের। সুতরাং, অঘটন না ঘটলে ৫ ম্যাচেই জয় তুলে নিয়ে পাকিস্তানের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে।
For all the latest Sports News Click Here