IND vs NZ 2nd T20I Live: টস জিতে প্রথমে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হেরে যাওয়ায় লখনউ-এ ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজে ফেরার সর্বাত্মক চেষ্টা করবে। রবিবার অটল বিহারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
হার্দিকের ওভার, শুরু ম্যাচ
আর্শদীপ সিং মাঠে উপস্থিত থাকলেও ওভারের শুরু করলেন হার্দিক পান্ডিয়া।
দেখুন ভারতের প্লেয়িং ইলেভেন
শুভমান গিল, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং
ফিরল কুলচা জুটি
পৃথ্বী শ-কে দলে নেওয়া হল না। গিল ও ইশানই ম্যাচে ওপেন করবেন। তবে উমরান মালিকের জায়গা ভারতীয় দলে এলেন যুজবেন্দ্র চাহাল। ফলে দীর্ঘদিন পরে আবার কুলচা জুটিকে একসঙ্গে দেখা যাবে।
টস জিতল নিউজিল্যান্ড
টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। একই দল নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। ভারতীয় দলে করা হয়েছে পরিবর্তন।
HT বাংলার লাইভে স্বাগত জানাই
ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে তিনটি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি রবিবার লখনউতে অনুষ্ঠিত হয়েছে। এটি টিম ইন্ডিয়ার জন্য একটি ডু অর ডাই প্রতিযোগিতা। এই ম্যাচে হারলে টি-টোয়েন্টি সিরিজও হারাবে টিম ইন্ডিয়া। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ২১ রানে জিতেছে। হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত তার অধিনায়কত্বে প্রতিটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং এই সিরিজেও তিনি প্রত্যাবর্তন করতে চান। একই সঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব মিচেল স্যান্টনারের হাতে। শেষ ম্যাচে স্যান্টনারও দুর্দান্ত বোলিং করেছেন সঙ্গে ভালো অধিনায়কত্বে। একই সঙ্গে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল কেন উইলিয়ামসনের অভাব অনুভব করতে দেননি নিউজিল্যান্ড।
For all the latest Sports News Click Here