IND vs NZ: পন্ত দলের বোঝা হয়ে উঠছে- সঞ্জুকে খেলানোর বিষয়ে সরব ভারতের প্রাক্তনী
বিরাট কোহলির ফর্মে ফেরা, সূর্যকুমার যাদবের দুরন্ত ছন্দ, ভারতের লড়াকু মানসিকতা- সব মিলিয়ে সকলে আশা করেছিলেন, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সাফল্য পাবেই। কিন্তু সুপার টুয়েলভ রাউন্ডে দাপটের সঙ্গে খেললেও সেমিফাইনাল থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হারে ভারত। সেই সঙ্গে আইসিসি-র ট্রফির খরা কাটাতেও ব্যর্থ হয় রোহিত শর্মার টিম।
আইসিসি ইভেন্টে ভারতের পারফরম্যান্সের প্রতিফলন করে, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রীতিন্দর সিং সোধি প্রশ্ন তুলেছেন, ঋষভ পন্তের পারফরম্যান্স নিয়ে। নানা বিষয় নিয়ে এত দিন সমালোচনা চললেও, পন্তের পারফরম্যান্স আড়ালেই থেকে গিয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড সফরে গিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ঋষভ পন্তের ব্য়র্থতার পর এ বার মুখ খুলেছেন সোধি।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ODI সিরিজ থেকে ছিটকে গেলেন জাদেজা,পরিবর্তে বাংলার অলরাউন্ডার
ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মেন ইন ব্লু-এর হয়ে কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাননি। অ্যাডিলেড ওভালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে ৪ বলে মাত্র ৬ রান করেন পন্ত। যদিও হার্দিককে বাঁচাতে এই ম্যাচে নিজে রানআউট হন পন্ত। তবে তার আগে সুপার টুয়েলভের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি ৫ বলে ৩ রান করেছিলেন। এর পর কিউয়িদের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজেও চূড়ান্ত ব্যর্থ হন।
আরও পড়ুন: নেতৃত্ব হারানোর ভয় নেই- IND vs NZ ODI শুরুর আগে বিন্দাস জবাব শিখরের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজ শুরুর আগে ইন্ডিয়া নিউজে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সোধি দাবি করেছেন, ভারতীয় সাদা বলের লাইনআপে পন্তের পরিবর্তে সঞ্জু স্যামসনকে খেলানো উচিত। সোধি বলেছেন, ‘পন্ত টিম ইন্ডিয়ার বোঝা হয়ে উঠছেন। যদি এ রকমটাই হয়, তা হলে সঞ্জু স্যামসনকে খেলানো উচিত। দিনের শেষে আপনাকে সেই সুযোগটি নিতে হবে। কারণ এ ভাবে আপনি বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্টে হারতে বা ছিটকে যেতে পারেন না। ব্যর্থতা সত্ত্বেও যখন অনেক বেশি সুযোগ দেন, তখন সমস্যা দেখা দেয়। নতুন ছেলেদের সুযোগ দেওয়ার সময় এসেছে।’
তিনি আরও যোগ করেন, ‘শুধু সময়ই বলে দেবে, তিনি কতটা সুযোগ পাবে এবং কতদিন পাবেন। সময় অতিবাহিত হচ্ছে এবং তাঁকে সত্যিই নিজেকে প্রমাণ করতে হবে। সব কিছুরই একটা সীমা আছে। আপনি এত দিন একজন খেলোয়াড়ের উপর নির্ভর করতে পারেন না। যদি সে পারফর্ম , তাহলেকরতে না পারে, আপনাকে তাঁকে প্রস্থানের দরজা দেখাতে হবে।’ পন্ত ভারতের হয়ে ২৭টি ওডিআই এবং ৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে পাওয়ার-হিটার স্যামসন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে মাত্র ২৬টি আন্তর্জাতিক সাদা বলের ম্যাচ খেলেছেন।
For all the latest Sports News Click Here