IND vs NZ: কিউয়িদের হারিয়ে ঘরের মাঠে একটানা ODI সিরিজ জয়ের নতুন রেকর্ড ভারতের
রায়পুরে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে পরাজিত করে ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করা মাত্রই দুর্দান্ত এক রেকর্ড গড়ে ভারত। ঘরের মাঠে (নিজেদের) একটানা সব থেকে বেশি দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়ের নতুন নজির গড়ে টিম ইন্ডিয়া।
নিজেদের দেশে এই নিয়ে টানা ৭টি দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে ভারত। এর আগে নিজেদের ডেরায় ২ বার একটানা ৬টি করে ওয়ান ডে সিরিজ জয়ের নজির ছিল টিম ইন্ডিয়ার। ২০০৯ থেক ২০১১ সালের মধ্যে প্রথমবার সেই কৃতিত্ব অর্জন করে ভারতীয় দল। পরে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ফের নিজেদের মাঠে টানা ৬টি দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
মাঝে ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে ভারত ঘরের মাঠে একটানা ৫টি দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জেতে। উল্লেখ্য ২০১৯ থেকে এখনও পর্যন্ত ঘরের মাঠে কোনও ওয়ান ডে সিরিজ হারেনি ভারত।
টিম ইন্ডিয়া ঘরের মাঠে শেষবার ওয়ান ডে সিরিজ হারে অস্ট্রেলিয়ার কাছে। ২০১৯ সালে ৫ ম্যাচের সেই সিরিজে অজিরা জয় তুলে নেয় ৩-২ ব্যবধানে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৬ সাল থেকে ভারত নিজেদের মাঠে সেই একটি মাত্র ওয়ান ডে সিরিজে পরাজিত হয়।
আরও পড়ুন:- U19 Women’s WC: শেষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ভারত, কীভাবে আসবে সেমিফাইনালের টিকিটি?
ঘরের মাঠে ভারতের টানা ৭টি ওয়ান ডে সিরিজ জয়:-
১. ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে।
২. অস্ট্রেলিয়াকে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে।
৩. ইংল্যান্ডকে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়।
৪. ওয়েস্ট ইন্ডিজকে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে।
৫. দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে।
৬. শ্রীলঙ্কাকে ৩ ম্য়াচের ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে।
৭. এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে।
আরও পড়ুন:- ৬,২,৪,১,৬,৬, শেষ ওভারে ২৫ রান দিয়ে নাইট রাইডার্সকে ম্যাচ হারালেন রাসেল: ভিডিয়ো
উল্লেখ্য, হায়দরাবাদে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়ে দেয় ভারত। পরে রায়পুরের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে কিউয়িদের ৮ উইকেটের বড় ব্যবধানে পরাস্ত করে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামবে দু’দল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here