IND vs MYN LIVE: ঘরের মাঠে বাঁ-প্রান্তের বাদশা বিপিন, হাল খারাপ মায়ানমারের
India vs Myanmar Live Score and Updates: ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মায়ানমারের বিরুদ্ধে খেলছে ভারত। মণিপুরে ইম্ফলের ঠাসা স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচ। বেঙ্গালুরু এফসিতে প্রথম একাদশে সুযোগ না পেলেও জাতীয় দলের ম্যাচের শুরু থেকেই আছেন সুনীল ছেত্রী। সেই ভারত বনাম মায়ানমার ম্যাচের লাইভ স্কোর এবং আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে –
সন্ধ্যার সেরা সুযোগ নষ্ট সুনীলের
৩০ মিনিট: ওহ ক্যাপ্টেন!! আজ সন্ধ্যার সেরা সুযোগ নষ্ট সুনীল ছেত্রীর।
বাঁ-প্রান্ত দিকে আবারও আক্রমণ ভারতের
২৯ মিনিট: বাঁ-প্রান্ত দিকে আবারও আক্রমণ ভারতের। একেবারে গোললাইনের আগে থেকে বাঁ-পায়ে দুরন্ত পাস। বক্সের মধ্যে সুনীল। গায়ে লেগে থাকা ডিফেন্ডারকে নিয়েই হালকা লাফিয়ে হেডার। ও হো! লক্ষ্যভ্রষ্ট। গোলকিক। যদিও কর্নারের দাবি সুনীলের।
ভালো ডিফেন্ডিং ভারতের
২৫ মিনিট: কর্নার মায়ানমারের। ভালো ডিফেন্ডিং ভারতের। বক্সের বাইরে থেকে শট মারার চেষ্টা মায়ানমারের খেলোয়াড়ের। বল বাইরে বের করে দিল ভারতীয় রক্ষণ।
কর্নার মায়ানমারের
২০ মিনিট: কর্নার মায়ানমারের। কর্নার থেকে কোনও ক্ষতি হল না ভারতের। বরং গতিতে কাউন্টার অ্যাটাকে ভারত। প্রথম বল নিলেন বিপিং সিং। বাড়ালেন অনিরুদ্ধ থাপাকে। মাঝে বিপিন। বক্সের মধ্যে সুনীল ছেত্রী। বাঁ-প্রান্তে ছাংতে। কাকে বল দেবেন অনিরুদ্ধ? বাঁ-দিকে দিলেন অনিরুদ্ধ। বাঁ-পায়ে বক্সের মধ্যে পাস ছাংতের। ভালো ক্লিয়ারেন্স মায়ানমারের। সম্ভবত অনিরুদ্ধের আগেই সুনীলকে বলটা বাড়ানো উচিত ছিল।
পেনাল্টি?? পেলেন না সুনীল
১৬ মিনিট: পেনাল্টি?? না। রেফারি বা লাইন্সম্যান পাত্তা দিলেন না। তুমুল ক্ষুব্ধ সুনীল ছেত্রী। বাঁ-প্রান্ত থেকে আবারও মায়ানমারের ঘুম কেড়ে নেন বিপিন সিং। দারুণ পাস বক্সের মধ্যে। ট্যাকলের চেষ্টা মায়ানমারের ডিফেন্ডারের। পড়ে গেলেন সুনীল। পেনাল্টি হল না। (রিপ্লে: ঠিক সিদ্ধান্ত রেফারির, বলের ছোঁয়াও পাননি সুনীল।)
ফ্রি হেডারে লক্ষ্যভ্রষ্ট সুনীল
১৪ মিনিট: উফ!!! একটুর জন্য গোল হল না ভারতের। দুর্দান্ত কর্নার কিক মহম্মদ ইয়াসিরের। ফ্রি হেডার সুনীল ছেত্রীর। কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোলপোস্টের উপর দিয়ে চলে গেল। ভারত ০-০ মায়ানমার। ও দাঁড়ান! লাইন্সম্যান ফ্ল্যাগ তুলেছেন।
কর্নার ভারতের
১৩ মিনিট: বাঁ প্রান্ত থেকে ভালো ক্রস বিপিন সিংয়ের। বক্সের মধ্যে দাঁড়িয়ে সুনীল ছেত্রী এবং ছাংতে। তবে বল বাইরে করে দিল মায়ানমার। কর্নার ভারতের।
ভারতের প্রথম একাদশ
অমরিন্দর সিং (গোলকিপার), রাহুল ভেকে, চিঙ্গলেনসানা সিং, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থানা, সুনীল ছেত্রী (অধিনায়ক), মেহতাব সিং, মহম্মদ ইয়াসির, এল ছাংতে, জিকসন সিং এবং বিপিন সিং। বেঞ্চে আছেন এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল।
প্রথম ১০ মিনিট কেমন কাটল?
ম্যাচের দু’মিনিটেই হলুদ কার্ড দেখেন মায়ানমারের হেন ফিয়ো উইন। আকাশ মিশ্রকে চ্যালেঞ্জের সময় দেরি করে ফেলেন। তারপরই ফ্রিকিক থেকে বক্সের মধ্যে বল ফেলেন অনিরুদ্ধ থাপা। তবে হেডারে গোল হয়নি। ছয় মিনিটে বক্সের মধ্যে প্রায় সুনীল ছেত্রীকে খুঁজে নেন অনিরুদ্ধ থাপা। কিন্তু ভালো অনুমান ক্ষমতার পরিচয় মায়ানমারের।
শুরুতেই আক্রমণ ভারতের, গমগম করছে ফুটবলে ‘হৃদয়’ ইম্ফল
ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে মায়ানমারের বিরুদ্ধে খেলছে ভারত। মণিপুরে ইম্ফলের ঠাসা স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচ। বেঙ্গালুরু এফসিতে প্রথম একাদশে সুযোগ না পেলেও জাতীয় দলের ম্যাচের শুরু থেকেই আছেন সুনীল ছেত্রী।
For all the latest Sports News Click Here