IND vs ENG Live: ৪৬৬ রানে অল আউট ভারত, জিততে হলে ইংল্যান্ডকে ৩৬৮ রান করতে হবে

আরও একটি অর্ধশতরান শার্দুলের। ছবি: এএনআই
আরও একটি অর্ধশতরান শার্দুলের। ছবি: এএনআই

লাইভ আপডেটস


  • লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা ভারতের দ্বিতীয় ইনিংসে তৈরি করে দিয়েছেন, সেই ভিতের উপর দাঁড়িয়েই ৩৬৭ রানের লিড পায় ভারত। মোট ৪৬৬ রান করে অল আউট হয় কোহলি ব্রিগেড।



নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নিয়েছিল ভারত। লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় সিরিজের চতুর্থ টেস্ট শুরু হয় ওভালে। স্বাভাবিক ভাবেই চতুর্থ টেস্টে যে দল জিতবে, সিরিজে হারের আর কোনও আশঙ্কা থাকবে না তাদের। আর ম্যাচ ড্র হলে পঞ্চম টেস্টই ফাইনাল ম্যাচ হয়ে উঠবে।

05 Sep 2021, 09:27:34 PM IST

ইংল্যান্ডের ইনিংস৫ ওভার: ৬/০

৫ ওভারে মাত্র ৬ রান করেছে ইংল্যান্ড। রোরি বার্নস ১ রান এবং হাসিম হামিদ ৪ রান করে অপরাজিত রয়েছেন। 

05 Sep 2021, 09:07:19 PM IST

ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড

ইংল্যান্ডের রোরি বার্নস আর হাসিব হামিদ ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারে উমেশ যাদব কোনও রান দেননি।

05 Sep 2021, 08:57:53 PM IST

৪৬৬ রানে অল আউট ভারত

২৫ রান করে ওভারটনের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন উমেশ যাদব। নিট ফল, ৪৬৬ রানে অল  আউট হল ভারত। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩৬৮ রান। ইংল্যান্ড চতুর্থ দিনের কয়েক ঘণ্টার সঙ্গে পুরো পঞ্চম দিন সময় পাবে। আর এই সময়ের মধ্যে ভারত কি পারবে ইংল্যান্ডকে অল আউট করে ওভাল টেস্ট জিততে?

05 Sep 2021, 08:43:52 PM IST

বুমরাহ আউট

২৪ রান করে জসপ্রীত বুমরাহ আউট হলেন। ওকসের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে। ১৪৬ ওভারে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৪৫০ রান।


05 Sep 2021, 08:38:40 PM IST

ভারতের ইনিংস ১৪৫ ওভার: ৪৪৬/৮

ভারতকে ভরসা দেওয়ার চেষ্টা করছেন বুমরাহ (২০) এবং উমেশ যাদব (১৩)। ১৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৪৬ রান ভারতের।

05 Sep 2021, 08:17:07 PM IST

চা বিরতি- ভারত ৪৪৫/৮

শার্দুল ঠাকুর ও ঋষভ পন্ত আউট হয়ে যাওয়ার পরে ইনিংসের হাল ধরেছেন জসপ্রীত বুমরাহ এবং উমেশ যাদব। ব্যাট হাতে বুমরাহ করেছেন ১৯ রান। উমেশ যাদবের সংগ্রহ ১৩ রান। দু’জনের জুটিতে উঠেছে ৩১ রান। দলের মোট রান  ৮ উইকেটে ৪৪৫।  


05 Sep 2021, 07:55:28 PM IST

পন্ত আউট

অর্ধশতরান করার পরেই মইন আলির বলে ক্যাচ আউট হন পন্ত। পন্ত ৫০ রানই করেছেন। ১৩৮ ওভারে ৮ উইকেটে ৪১৪ রান ভারতের। ক্রিজে রয়েছেন জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব।

05 Sep 2021, 07:53:28 PM IST

পন্তের অর্ধশতরান

১৩৮ ওভারের প্রথম বলে ৫০ করে ফেলেন পন্ত। ৬ উইকেট হারানোর পরেও পন্ত-শার্দুল জুটি ভারতকে একটি ভাল জায়গায় নিয়ে যায়। দুই ব্যাটসম্যানই অর্ধশতরান করেন। তাঁদের জন্যই কিছুটা হলেও লড়াই করার পুঁজি পেয়েছে ভারত।


05 Sep 2021, 07:49:31 PM IST

শার্দুল আউট

৬০ করে আউট হলেন শার্দুল ঠাকুর। জো রুটের বলে আউট হন তিনি। ব্যাট হাতে ওভালে নিজেদের প্রথম ইনিংসে রুট কিছু করতে না পারলেও, গুরুত্বপূর্ণ সময়ে শার্দুল-পন্তের জুটি ভেঙে দিয়ে স্বস্তি ফেরায় ইংল্যান্ডে শিবিরে।

05 Sep 2021, 07:38:28 PM IST

৪০০ পার করল ভারত

১৩৫ ওভারের প্রথম বলেই অ্যান্ডারসনকে চার মারেন। সেই সঙ্গে ভারত ৪০০ রান পার করে ফেললল। সপ্তম উইকেটে পন্ত এবং শার্দুল ভরসা জোগাচ্ছেন ভারতকে। ৩৫ ওভারে ৪০৫ রান ভারতের। অর্ধশতরান করে ফেলেছেন শার্দুল ঠাকুর। ৪৭ রানে অপরাজিত রয়েছেন পন্ত।


05 Sep 2021, 07:15:48 PM IST

ওভাল অনার বোর্ডে উঠে গেল রোহিতের নাম

05 Sep 2021, 07:12:03 PM IST

ভারতের ইনিংস ১৩০ ওভার: ৩৭৫/৬

৬ উইকেট হারিয়ে ১৩০ ওভারে ৩৭৫ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (৩৭), শার্দুল ঠাকুর (৩৬)।


05 Sep 2021, 06:46:30 PM IST

ভারতের ইনিংস ১২৫ ওভার: ৩৬৩/৬

৬ উইকেট হারিয়ে ১২৫ ওভারে ৩৬৩ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (৩২), শার্দুল ঠাকুর (২৯)।

05 Sep 2021, 06:19:29 PM IST

লাঞ্চের পর খেলা শুরু

চতুর্থ দিনের শুরুতেই ভারত তিনটে বড় ধাক্কা খেয়েছে। লাঞ্চের আগেই বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজার উইকেট পড়ে গিয়েছে। ৬ উইকেট হারিয়ে ১১৯ ওভারে ৩৩৬ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (২০), শার্দুল ঠাকুর (১৪)।


05 Sep 2021, 05:42:54 PM IST

লাঞ্চ বিরতি

৬ উইকেট হারিয়ে ৩২৯ রান করেছে ভারত। ক্রিজে রয়েছেন শার্দুল ঠাকুর (১১), ঋষভ পন্ত (১৬)।

05 Sep 2021, 05:23:29 PM IST

ভারতের ইনিংস ১১৫ ওভার: ৩১৫/৬

চতুর্থ দিনের শুরুতেই ভারত তিনটে বড়  ধাক্কা খেয়েছে। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজার উইকেট পড়ে গিয়েছে। ৬ উইকেট হারিয়ে ১১৫ ওভারে ৩১৫ রান ভারতের। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (১৩), শার্দুল ঠাকুর (২)।


05 Sep 2021, 05:08:51 PM IST

কোহলি আউট

লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা তৈরি করে দিয়েছিলেন, সেটা কাজে লাগাতে পারছে না ভারত। চতুর্থ দিনের শুরুতেই পরপর তিন উইকেট হারিয়ে বসল ভারত। জাদেজা, রাহানের পর আউট হলেন কোহলিও। ৪৪ করে মইন আলির বলে ওভারটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩১২ রান।

05 Sep 2021, 04:56:35 PM IST

ভারতের ইনিংস১০৯ ওভার: ৩০৪/৫

৪৪ করে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ইনিংসেও তিনি অর্ধশতরান করেছিলেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত। ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩০৪ রান।


05 Sep 2021, 04:34:40 PM IST

রাহানে আউট

রবীন্দ্র জাদেজার মতো ব্যর্থ হলেন অজিঙ্কা রাহানেও। জাদেজা আউট হওয়ার পর নেমেছিলেন রাহানে। সেই ওকসের বলেই কোনও রান না করে এলবিডব্লু হন রাহানে। ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৯৬ রান।

05 Sep 2021, 04:22:22 PM IST

জাদেজা আউট

আবারও ব্যর্থ হলেন রবীন্দ্র জাদেজা। দলের প্রয়োজনে ক্রিজে টিকে থেকে লড়াই করতে ব্যর্থ হলেন তিনি। মাত্র ১৭ রান করেই ক্রিস ওকসের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরলেন জাদেজা। ৪ উইকেটে ভারতের সংগ্রহ ২৯৬ রান।


05 Sep 2021, 04:13:47 PM IST

ভারতের ইনিংস ১০০ ওভার: ২৯১/৩

১০০ ওভার খেলে ফেলল ভারত। তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৯১ রান। ক্রিজে রয়েছেন বিরাট কেহালি (৩৬) এবং রবীন্দ্র জাদেজা (১৬)।

05 Sep 2021, 04:03:02 PM IST

হ্যাপি টিচার্স ডে


05 Sep 2021, 04:01:33 PM IST

ভারতের ইনিংস৯৮ ওভার: ২৮০/৩

ক্রিজে রয়েছেন বিরাট কেহালি (২৯) এবং রবীন্দ্র জাদেজা (১২)। ৯৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮০ রান ভারতের।

05 Sep 2021, 04:01:34 PM IST

রোহিত-পূজারার অসাধারণ লড়াই

ভারতের ১৯১ রানের জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৯০ রানে। দ্বিতীয় দফায় বড় রানের ইনিংস গড়ার পথে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারারা যে শক্ত ভিতটা ভারতের দ্বিতীয় ইনিংসে তৈরি করে দিয়েছেন, সেই ভিতে দাঁড়িয়ে ইংল্যান্ডকে চাপে ফেলতে মরিয়া বিরাট কোহলি ব্রিগেড।




বন্ধ করুন

For all the latest Sports News Click Here 

Read original article here

Denial of responsibility! TechAI is an automatic aggregator around the global media. All the content are available free on Internet. We have just arranged it in one platform for educational purpose only. In each content, the hyperlink to the primary source is specified. All trademarks belong to their rightful owners, all materials to their authors. If you are the owner of the content and do not want us to publish your materials on our website, please contact us by email – [email protected]. The content will be deleted within 24 hours.