IND vs ENG Live: রুট হতে পারলেন কোহলি, লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে ভারত
ভারতের প্রথম ইনিংস ৩৬৪ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ৩৯১ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তবে অল্প রানের হলেও প্রথম ইনিংসে ইংল্যান্ডই লিড পায়।
লাঞ্চ বিরতি
ভারতের দ্বিতীয় ইনিংস ২৫ ওভার: ৫৬/৩
৩ উইকেট হারিয়ে চাপে ভারত। ২৫ ওভারে তারা মাত্র ২৬ রান করেছেন। ক্রিজে রয়েছেন রাহানে এবং পূজারা।
কোহলি আউট
জো রুটের মতো দায়িত্ব নিয়ে লড়াই করতে ব্যর্থ বিরাট কোহলি। ২ উইকেট হারিয়ে ভারত যখন চাপে, তখন খোঁচা মেরে একই দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হলেন ভারত অধিনায়ক। ২০ রান করে স্যাম কুরানের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। নেমেছেন অজিঙ্কা রাহানে।
৫০ পার করল ভারত
ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতে পরপর দু’ উইকেট পড়ে যাওয়ায় চাপে পড়েছে ভারত। তবে সেটা সামলানোর চেষ্টা করছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। কোহলি ২০ রান করে ফেলেছেন। পূজারা অবশ্য মাত্র ১ রান যোগ করেছেন। তবে ২১ তম ওভারে দু’টো চার মেরে ৫০ পার করল ভারত। ২১ ওভারে দুই উইকেটে ৫২ রান ভারতের।
রোহিত শর্মা আউট
২১ রান করে মার্ক উডের বলে মইন আলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান ভারতের। রোহিত আউট হওয়ার পর নেমেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পারফরম্যান্স নিয়েও কিন্তু কম সমালোচনা হচ্ছে না।
ভারতের দ্বিতীয় ইনিংস ১০ ওভার: ১৮/১
রাহুল আউট হওয়ায় নেমেছেন চেতেশ্বর পূজারা। যাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। পারবে কি পূজারা সব সমালোচনা থামাতে? ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান ভারতের।
রাহুল আউট
শুরুতেই ধাক্কা খেল ভারত। মাত্র ৫ রান করে সাজঘরে ফিরলেন কেএল রাহুল। প্রথম ইনিংসে রাহুল ১২৯ করেছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ফ্লপ।
For all the latest Sports News Click Here