IND vs ENG Day 3 Live: স্টোকস-বেয়ারস্টোর বাধা টপকাতে পারলেই কেল্লা ফতে ভারতের
এজবাস্টন টেস্টের প্রথম দু’দিনে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ভারত। পরিস্থিতির নিরিখে তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানো কঠিন ইংল্যান্ডের পক্ষে। তবে ব্রিটিশ ব্যাটসম্যানরা পালটা লড়াই চালাতে না পারলে তৃতীয় দিনেই ম্যাচের ভবিতব্য নির্ধারিত হয়ে যেতে পারে। ভারত যদি প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড পেয়ে যায়, তবে টেস্ট বাঁচানো মুশকিল হয়ে দাঁড়াবে ইংল্যান্ডের পক্ষে।
বেয়ারস্টো-স্টোকসের বাধা টপকাতে হবে ভারতকে
জো রুটকে সস্তায় সাজঘরে ফেরানো গিয়েছে। তবে জনি বেয়ারস্টো ও বেন স্টোকস এখনও অপরাজিত রয়েছেন। দুই ব্রিটিশ তারকাকে তাড়াতাড়ি আউট করতে না পারলে যে, বিপদ অপেক্ষা করে রয়েছে, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। প্রথম ইনিংসে ভারতও একসময় ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। তবে তার পরেও তারা চারশো রানের গণ্ডি টপকে যায়। বেয়ারস্টোরা টিকে গেলে ইংল্যান্ডও তেমনই কিছু করে দেখাতে পারে।
দ্বিতীয় দিনের স্কোর
বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৪১৬ রানে। শুভমন গিল ১৭, চেতেশ্বর পূজারা ১৩, হনুমা বিহারী ২০, বিরাট কোহলি ১১, শ্রেয়স আইয়ার ১৫ ও শার্দুল ঠাকুর ১, ঋষভ পন্ত ১৪৬, রবীন্দ্র জাদেজা ১০৪, মহম্মদ শাবি ১৬, মহম্মদ সিরাজ২ ও জসপ্রীত বুমরাহ অপরাজিত ৩১ রান করেন। ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসন ৫টি, পটস ২টি এবং স্টোকস, ব্রড ও রুট ১টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৮৪ রান সংগ্রহ করেছে। জনি বেয়ারস্টো ৪৭ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন। ৪ বল খেলে এখনও খাতা খোলেননি বেন স্টোকস। তার আগে অ্যালেক্স লিস ৬, জ্যাক ক্রাউলি ৯, ওলি পোপ ১০, জো রুট ৩১ ও জ্যাক লিচ ০ রান করে আউট হন। বুমরাহ ৩টি এবং শামি ও সিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।
For all the latest Sports News Click Here