IND vs ENG: ‘সব হিসেব ওলটপালট হয়ে গেল’, দলকে জেতাতে না পেরে ভেঙে পড়েছেন সূর্য
টিম ইন্ডিয়ার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি। তবে ম্যাচের পর তিনি বলেছিলেন যে, ১৯তম ওভারে অঙ্কের হিসেব কষতে গিয়েই ভুলটা করে বসেন। যার জেরে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। আর ম্যাচটিও ভারত ১৭ রানে হেরে যায়।
আরও পড়ুন: সূর্যোদয়ে মুগ্ধ রোহিত, WC-র টিকিট কি পেয়ে গেলেন মুম্বইয়ের ব্যাটার?
ম্যাচের পর সূর্যকুমার যাদব বলেন, ‘আসলে কার ওভার বাকি আছে, তার হিসেব করতে আমি সামান্য ভুল করেছি। কারণ আমি যখন মইন আলিকে ১৯তম ওভার বোলিং করতে দেখলাম, তখন মনে হয়েছিল যে খেলাটা হাতে ছিল। বল আমার রেঞ্জের মধ্যে থাকায় আমি শট মারার চেষ্টা করছিলাম। বাইরের বলে বাউন্ডারি মেরে শেষ ওভার পর্যন্ত লক্ষ্যের কাছাকাছি যেতে হত।’
আরও পড়ুন: ভিডিয়ো- কভারের উপর দিয়ে সূর্যের স্কুপ ছক্কা, বিশ্বাস করতে পারছেন না সচিনও
সূর্য আরও বলেছেন, ‘আমি মইন আলির পঞ্চম বলে বড় শটটি মারতে পারিনি এবং এর জন্য আমি হতাশ। কারণ এই মুহূর্তে ম্যাচ জেতানোর খুব কম সুযোগ পেয়েছি এবং এটি একটি বড় ইনিংস হত। তবে, এটা শেখার মতো। আমার জন্য ভালো প্রক্রিয়া। স্পিনার বোলিং করছিল তাই সুযোগ ছিল। শেষ দুই বলে দু’টি বড় শট মারলে আরও ১০ রান আসতে পারত। চাপটা উল্টোদিকের দলের উপর থাকত।’
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২১৬ রান তাড়া করতে নেমে ৫৫ বলে ১১৭ রানের ইনিংস উপহার দিলেন সূর্যকুমার যাদব। ট্রেন্ট ব্রিজেই জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এল অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাট থেকে। তবে শেষ রক্ষা হল না। নির্দিষ্ট ২০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে। ১৭ রানে ভারত ম্যাচটি হেরে যায়।
For all the latest Sports News Click Here