IND vs ENG: রান পাচ্ছেন না, তাই নেচেই এজবাস্টনের মন জয় করতে হল কোহলিকে- ভিডিয়ো
রানের খরা যেন কাটছেই না বিরাট কোহলির। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে ব্যর্থ হয়েছেন। এ বার সেই এজবাস্টনেই টি-টোয়েন্টি ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হলেন প্রাক্তন অধিনায়ক। ম্যাচের ফর্ম্যাট বদলালেও পাল্টাচ্ছে না কোহলির ফর্ম। শনিবার মাত্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন কোহলি। ব্যাটে রান না পেলেও বিরাট কিন্তু এজবাস্টনের মন জয় করলেন ভাঙরা নেচে।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তখন ব্যাট করছিল। ৩৩ বছরের তারকা লং অন বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন। সেই সময়ে ভক্তদের উচ্ছ্বাসে তাল মিলিয়ে কোহলিকে নাচতে দেখা যায়। এর পর এজবাস্টনে উন্মাদনা আরও বেড়ে যায়।
২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষ বার শতরান করেছিলেন কোহলি। এর পর বহু ম্যাচ খেলে ফেলেছেন কোহলি, কিন্তু তিন অঙ্কের ঘরে তিনি পৌঁছতে পারেননি। ইদানীং তো জঘন্য ছন্দে রয়েছেন। আইপিএলেও হতাশ করেছেন। এখন জাতীয় দলের জার্সিতেও ব্যর্থতাই তাঁর সঙ্গী হয়ে উঠেছে।
আরও পড়ুন: T20-তে একের পর এক মেডেন করে বড় রেকর্ড বুমরাহের
তবে কোহলি ব্যর্থ হলেও শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত সিরিজ পকেটে পুড়ে ফেলেছে। যে এজবাস্টনে হেরে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করেছিল ভারত, এ বার সেই এজবাস্টনেই সুদে আসলে বদলা নিলেন রোহিত শর্মারা।
আরও পড়ুন: গত ৫ বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা সবচেয়ে বেশি বার T20 সিরিজ জিতে রেকর্ড ভারতের
শনিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান করে ভারত। রবীন্দ্র জাদেজার অপরাজিত ৪৬ ছাড়া রোহিত শর্মার ৩১ এবং ঋষভ পন্ত ২৬ রান করেন। বাকিরা কেউ অবশ্য ২০-র গণ্ডি টপকাতে পারেননি। ইংল্যান্ডের ক্রিস জর্ডন ৪ উইকেট এবং রিচার্ড গ্লেসন ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নামলে ৩ ওভার বাকি থাকতে ১২১ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। মইন আলির ৩৫ এবং ডেভিড উইলির অপরাজিত ৩৩ বাদ দিলে বাকিদের অবস্থা তথৈবচ। মালানের ১৯ এবং লিয়াম লিভিংস্টোনের ১৫ ছাড়া বাকিরা তো দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। যার নিট ফল, ৪৯ রানে হারতে হয়েছে ইংল্যান্ডকে।
ভারতের ভুবনেশ্বর কুমার ৩টি এবং জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন হার্ষাল প্যাটেল এবং হার্দিক পাণ্ডিয়া।
সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫০ রানে জয় তুলে নিয়েছিল ভারত। এ বার এজবাস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪৯ রানে হারান রোহিত শর্মারা।সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here