IND vs ENG: ম্যাচ হেরেও ভারতের হয়ে সর্বোচ্চ রানের নজির সূর্যকুমারের
শুভব্রত মুখার্জি
ট্রেন্টব্রিজে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি ভারতীয় দল। ব্যাট হাতে একা লড়াই চালিয়েও ভারতকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি। তবে হারের হতাশার মধ্যেও ভারতের জন্য আশার আলো দেখছেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত যে সব ম্যাচ হেরেছে, তার মধ্যে সর্বাধিক রান করার নজির গড়লেন সূর্যকুমার।
১১৭ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি। রোহিত,কোহলিরা তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরেও ভারতকে ম্যাচে শেষ পর্যন্ত লড়াইতে রেখেছিলেন সূর্য।
আরও পড়ুন: একা দুর্গ আগলালেন সূর্য, চারে ব্যাট করতে নেমে গড়ে ফেললেন রেকর্ড
আসুন একনজরে দেখে নেওয়া যাক টি-টোয়েন্টিতে হারা ম্যাচেও ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা :-
১) ১১৭- সূর্যকুমার যাদব বনাম ইংল্যান্ড, ২০২২
২) ১১০- কেএল রাহুল বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৬
৩) ১০৬- রোহিত শর্মা বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৫
৪) ৯০- শিখর ধাওয়ান বনাম শ্রীলঙ্কা, ২০১৮
৫) ৮৯*-বিরাট কোহলি বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৬
এ দিন নটিংহ্যামে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করে। তাদের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন ডেভিড মালান। লিয়াম লিভিংস্টোন করেন ৪২ রান। রান তাড়া করতে নেমে ঋষভ পন্ত, বিরাট কোহলি এবং রোহিত শর্মা দ্রুত ফিরে যান।
আরও পড়ুন: T20 তে ইংল্যান্ডের হয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রান করলেন মালান
এর পর শ্রেয়স আইয়ারকে সঙ্গী করে ভারতকে লড়াইয়ে রাখেন সূর্যকুমার যাদব। দু’জনে মিলে জুটিতে ১১৯ রান করেন। ৫৫ বলে ১১৭ রানের এক অনবদ্য ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চার এবং ৬টি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত করে ২৩ বলে ২৮ রান করেন তিনি। সূর্যকুমারের দুরন্ত লড়াই সত্ত্বেও ভারতকে হারতে হল ১৭ রানের ব্যবধানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টপলি।
For all the latest Sports News Click Here