IND vs ENG: প্রথম ODI-এ কোহলির জায়গায় কে? হার্দিক-জাদেজা ২জনেই খেলবেন?কী হবে দল?
আজ থেকে শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ভারতীয় দল ওয়ানডে সিরিজেও জয় দিয়ে শুরু করতে চায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে, এটাই বড় প্রশ্ন। এই ম্যাচে বিরাট কোহলিকে নিয়ে সংশয় রয়েছে। কারণ তাঁর কুঁচকিতে চোট রয়েছে। প্লেয়িং ইলেভেনে তাঁর জায়গায় সম্ভবত খেলবেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: ও একাই বিশ্বকাপ জেতাতে পারে- বিরাট প্রসঙ্গে কপিলকে একহাত প্রাক্তন নির্বাচকের
এ দিকে হার্দিক পাণ্ডিয়াও ওয়ানডে দলে ফিরছেন। তাঁর সঙ্গে রবীন্দ্র জাদেজাকেও খেলতে দেখা যাবে। এই পরিস্থিতিতে, ভারতীয় দল পাঁচ জন উপযুক্ত ব্যাটসম্যান, দুই অলরাউন্ডার এবং চার বোলার নিয়ে মাঠে নামতে পারে। যার মধ্যে তিন জন পেসার থাকবেন। যুজবেন্দ্র চাহালের সঙ্গে স্পিনার হিসেবে থাকবেন রবীন্দ্র জাদেজা। আর হার্দিক পাণ্ডিয়া আছেন হাত ঘোরানোর জন্য। এ দিকে জাসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং প্রসিধ কৃষ্ণও রয়েছেন।
আরও পড়ুন: ক্রমশ খারাপ হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি, এশিয়া কাপ হবে সম্ভবত বাংলাদেশে- রিপোর্ট
শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা সম্ভবত ওপেন করবেন। আর সূর্যকুমার যাদব খেলবেন তিন নম্বরে। চার নম্বরে থাকবেন শ্রেয়স আইয়ার এবং পাঁচ নম্বরে খেলতে দেখা যাবে উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্তকে। টিম ইন্ডিয়া অবশ্য ওডিআই সিরিজ নিয়ে খুব চাপে নেই। কারণ এই বছর এশিয়া কাপ এবং বিশ্বকাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে। তাই ভারতের প্রধান ফোকাস এখন টি-টোয়েন্টিকে ঘিরেই। তবে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। এবং তার জন্যও দলকে প্রস্তুত থাকতে হবে।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাহ।
For all the latest Sports News Click Here