IND vs ENG: প্রথম টেস্টে বৃষ্টি না হলে সিরিজ জিততাম, অজুহাত বুমরাহের
এজবাস্টন টেস্টের প্রথম তিনদিনে ভারত একতরফা দাপট দেখিয়েছিল। তবে চতুর্থ দিনে টিম ইন্ডিয়াকে ব্যাকফুটে পাঠিয়ে দেয় ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষেই যা পরিস্থিতি ছিল, তাতে শেষ দিনে ইংল্যন্ডের ম্যাচ জয় কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত পঞ্চম দিনের শুরুতেই সেই সম্ভাবনা সত্যি করে এজবাস্টনে দাপুটে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। পাশাপাশি ৫ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরায় ব্রিটিশরা।
আরও পড়ুন: রান করার নাম নেই, শুধু অঙ্গভঙ্গি, কোহলিকে ‘সবচেয়ে অপছন্দের’ ক্রিকেটারের তকমা ব্রিটিশ মিডিয়ার
আর এই হারের পর বুমরাহ স্বীকার করে নিয়েছেন, ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে ভালো খেলেছে। তাঁর মতে, ‘যদি এবং কিন্তু সব সময়েই থাকে। তবে ক্রিকেট খেলা এ ভাবেই চলে। ইংল্যান্ড লড়াই করেছে। এবং দ্বিতীয় ইনিংসে আমাদের চেয়ে ভালো খেলেছে। এ কথাও ঠিক, দুই দলই ভালো ক্রিকেট খেলেছে।’
আরও পড়ুন: অসাধ্য সাধন রুট-বেয়ারস্টোর, রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড
ভারত প্রথম ইনিংসে ৪১৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল। ইংল্যান্ড আবার প্রথম ইনিংসে ২৮৪ রানে অল-আউট হয়ে যায়। ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৪৫ রানে। ইংল্যান্ড শেষ ইনিংসে ৩ উইকেটে ৩৭৮ রান তুলে ম্যাচ জিতে যায়।
৭৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের ঝুলিয়ে দেওয়া ৩৭৮ রানের বিশাল টার্গেটে পৌঁছে যায় ইংল্যান্ড। তারা ৭ উইকেটে এজবাস্টন টেস্ট জিতে নেয়। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরায়। তবে সিরিজ ড্র করে বুমরাহর-র অজুহাত, ‘প্রথম টেস্টে বৃষ্টি না হলে আমরাই সিরিজ জিততে পারতাম। কিন্তু ইংল্যান্ড সত্যিই ভালো খেলেছে, ওদের কৃতিত্ব দিতে হবে।’
For all the latest Sports News Click Here