IND vs ENG: পন্তের ব্যাটিং দৌরাত্ম্যে এজবাস্টনে ভেঙে চুরমার ৬৯ বছর পুরনো রেকর্ড
মাত্র ৩০ টেস্টের কেরিয়ার ঋষভ পন্তের, এর মধ্যেই ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় শতরান করা হয়ে গিয়েছে তাঁর। লাল বলের ক্রিকেটে পন্তই ভারতের সর্বকালের সেরা কিপার-ব্যাটার কিনা, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। কেন পন্ত নিয়ে এত মতামতি তা আবারও প্রমাণ করে দিলেন, এজবাস্টনে গড়লেন নতুন নজির।
চলতি টেস্টের প্রথম ইনিংসে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে অক্সিজেন প্রদান করেন পন্ত। জাদেজার সঙ্গে তাঁর ২২২ রানের পার্টনারশিপই ভারতকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে আনে। ১১১ বলে ১৪৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ২৪ বছর বয়সি ভারতীয় তারকা। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫৭ রান করেন তিনি। তবে এই ইনিংসে মাত্র ১৬ রান করেই তিনি নজির গড়ে ফেললেন। ভারতের কিপার-ব্যাটার হিসাবে এক টেস্টে এশিয়ার বাইরে এখন সবথেকে বেশি রান করার রেকর্ডের মালিক পন্ত।
আরও পড়ুন:- IND vs ENG Day 4 Live: থামল পূজারার দুর্দান্ত লড়াই, দেড়শো টপকে ৪ উকেট হারাল ভারত
আরও পড়ুন:- IND vs ENG: ধোনি নয়, পন্তই ভারতের সেরা কিপার-ব্যাটার, এজবাস্টনে ঋষভের দাপটের পর সপাট ঘোষণা প্রাক্তনীর
এর আগে ১৯৫৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে বিজয় মঞ্জরেকর এক টেস্টে মোট ১৬১ রান করেছিলেন। এতদিন ভারতীয় কিপার-ব্যাটার হিসাবে এটাই সর্বোচ্চ রান ছিল। ৬৯ বছর এই রেকর্ড অক্ষুণ্ণ ছিল। পন্ত সই রেকর্ড নিজের নামে করলেন। এত দীর্ঘদিন পর এই রেকর্ড ভাঙা আরও বেশি করে পন্তের কৃতিত্বের পরিচয় বাহক। ভারতীয় দল আশা করবে দেশের বাইরে এভাবেই যেন পন্তের ব্যাট গর্জন করতে থাকে।
For all the latest Sports News Click Here