IND vs ENG: কেটে গেল আশঙ্কার মেঘ, বাতিল হচ্ছে না ম্যাঞ্চেস্টার টেস্ট
কেটে গেল আশঙ্কার মেঘ। ভারতীয় স্কোয়াডের সব ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে ম্যাঞ্চেস্টার টেস্ট।
ওভাল টেস্ট চলাকালীন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর করোনা আক্রান্ত হন। ক্রিকেটাররা নেগেটিভ চিহ্নিত হওয়ায় ওভাল টেস্ট নির্বিঘ্নে শেষ হয়। যদিও করোনা আক্রান্ত তিন কোচকে ছাড়াই সিরিজের শেষ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছয় ভারতীয় দল। এবার বিপত্তি দেখা দেয় ম্যাঞ্চেস্টারেও। সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামার আগের দিন ফের ভারতীয় শিবিরে হানা দেয় করোনা।
বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা আক্রন্ত চিহ্নিত হন। ফলে ঘোর অনিশ্চয়তা দেখা দেয় ম্যাঞ্চেস্টারের পঞ্চম তথা শেষ টেস্ট নিয়ে। শেষমেশ বৃহস্পতিবার রাতে ভারতীয় ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় সিরিজের শেষ ম্যাচ নিয়ে দুশ্চিন্তা কেটে যায়।
বিসিসিআই কর্তারা বৃহস্পতিবার সকাল থেকেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও ইসিবির সঙ্গে ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিষ্যৎ নিয়ে কয়েক দফায় আলোচনায় বসেন। শেষ টেস্ট বাতিল করার বিষয়েও কথাবার্তা হয়। ভারতীয় বোর্ড চায়নি আইপিএলে করোনার প্রভাব পড়ুক। কেননা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ঠিক পরেই আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই আইপিএল কয়েকদিনের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব নয়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিশেষ প্রভাব না পড়লেও ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। শেষমেশ ক্রিকেটারদের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় শেষ টেস্ট নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এক্ষেত্রে আগামী কয়েকদিনে ম্যাচে করোনা হানা দেওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
For all the latest Sports News Click Here