IND vs ENG: ‘ওর উচিত ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়া’, কোহলিকে খোঁচা পাক প্রাক্তনীর
প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক পরামর্শের নামে বিরাট কোহলিকে খোঁচা মেরে বলেছেন, ঘরোয়া দলে ফিরে আসা উচিত তাঁর। এবং আন্তর্জাতিক মঞ্চে গতি ফিরে পেতে যথেষ্ট রান করা উচিত।
আড়াই বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, সেঞ্চুরি পাননি কোহলি। এবং প্রতিটি ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন, কোহলি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে আর কবে তিন অঙ্কের ঘরে পৌঁছবেন? ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিপক্ষে কোহলি তাঁর শেষ সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন: ফুরফুরে মেজাজে কোহলি, ক্যামেরাম্যানের সঙ্গে করলেন প্র্যাঙ্ক, ভিডিয়ো ভাইরাল
তার পর থেকে কোহলি ১৭ টি টেস্ট, ২১ টি ওয়ানডে এবং ২৫ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলে ফেলেছেন। কিন্তু এখনও তিনি তাঁর ৭১তম সেঞ্চুরির দেখা পাননি। সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতরানের তালিকায় তিনি ভারতীয় ব্যাটিং গ্রেট সচিন তেন্ডুলকর (১০০) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের (৭১) পিছনেই রয়েছেন।
আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে নেই পন্ত, কোহলি, রোহিতরা, খেলবে আনকোরা দল
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া যাবে না। তিনি না থাকায় কোহলির দায়িত্ব থাকবে বড় রান সংগ্রহ করার। কোহলি এই টেস্টে প্রত্যাশিত শতরান পান কিনা, সেটাই দেখার!
মিসবাহ ইউটিউব চ্যানেল আইসিএ স্পোর্টসে বলেছেন, ‘ওর ঘরোয়া ক্রিকেটে ফিরে আসা উচিত এবং সেই মঞ্চে বড় রান করা উচিত। বোলিং যে কোনও মানের হতে পারে, কিন্তু সেটা ওকে ছন্দে ফিরতে সাহায্য করবে। বড় স্কোর করলে ওর আত্মবিশ্বাস ফিরবে। একবার ও ওর আত্মবিশ্বাস ফিরে পেলে, বিরোধী কে বা পরিস্থিতি কী, তা বিবেচ্য হবে না। ও রান করা শুরু করবে।’
For all the latest Sports News Click Here