IND vs ENG: ওপেন করতে নেমে নয়া নজির রোহিত-শিখরের, এখনও কিছুটা এগিয়ে সচিন-সৌরভ
আর ৬ রান করলেই সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাইলস্টোন স্পর্শ করার সুযোগ ছিল। কিন্তু তার চেয়ে অনেকটা বেশি রান করলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। সেই সঙ্গে তারা স্পর্শ করলেন সচিন-সৌরভের অনন্য মাইলস্টোন।
ওডিআই-এর ইতিহাসে ওপেন করতে নেমে চতুর্থ জুটি হিসেবে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১১৪ রানের পার্টনারশিপ করেছেন। যার ফলে রোহিত-শিখর জুটির মোট সংগ্রহ এখন ১১২ ইনিংসে ৫,১০৮ রান
আরও পড়ুন: মাত্র ১১০,ভারতের বিরুদ্ধে ODI-এ সর্বকালের সর্বনিম্ন স্কোর ব্রিটিশদের
ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরেই ভারতের দ্বিতীয় ওপেনিং জুটি হিসেবে রোহিত-শিখর স্পর্শ করলেন ৫ হাজার রানের মাইলস্টোন। সৌরভ-সচিন ওপেন করতে নেমে ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান করেছেন। যে রান এখনও পর্যন্ত কোনও ওপেনিং জুটি স্পর্শ করতে পারেনি। রোহিত-শিখরও এখনও অনেকটাই পিছনে রয়েছেন।
আরও পড়ুন: অনবদ্য বুমরাহ, তৃতীয় ভারতীয় হিসেবে গড়লেন বিশেষ নজির
ভারতের সচিন-সৌরভ এবং রোহিত-শিখর ওপেনিং জুটি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স (১০২ ইনিংসে ৫১৫০ রান) এবং অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন (১১৪ ইনিংসে ৫৩৭২ রান) জুটির নাম ওডিআই-এ পাঁচ হাজার রানের তালিকায় রয়েছে। চতুর্থ জুটি হিসেবে রোহিত-শিখর এই মাইস্টোন স্পর্শ করলেন।
এ দিন ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে দুরমুশ করার পর রোহিত-শিখর জুটিই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়। ভারত অধিনায়ক একাই দায়িত্ব নিয়ে অপরাজিত ৭৬ রান (৫৮) করেন। আর শিখর অপরাজিত থাকেন ৩১ রানে (৬৪ বলে)। ভারত মাত্র ১৮.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান করে ফেলে। প্রথম ওডিআই ১০ উইকেটে জিতে ১-০ এগি।
For all the latest Sports News Click Here