IND vs ENG: ইংল্যান্ড দলের ভাগ্য ফেরাতে এই ক্রিকেটারকে দলে চাইছেন সুনীল গাভাসকর
নটিংহ্যামে বৃষ্টি বাঁচিয়ে দিলেও লর্ডস টেস্টে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে জো রুটদের সিরিজের খুব একটা আশা দেখতে পাচ্ছেন না সমর্থক থেকে বিশেষজ্ঞ কেউই। এমন অবস্থায় জো রুটদের সিরিজে ফিরতে দলে এক তারকাকে ফেরানোর পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর।
লর্ডসে চতুর্থ ইনিংসে ৬০ ওভারও টিকতে পারেনি ইংল্যান্ড দল। অধিনায়ক রুট ছাড়া কারুর পারফরম্য়ান্সই খুব একটা আহামরি নয়। দলে জোফ্রা আর্চার, স্টুয়ার্ট ব্রডের মতো তারকা বোলারও অনুপস্থিত। তাই ভাগ্য ফেরাতে ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের বর্তমানে মতান্তরে সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে দলে ফেরানোর আর্জ জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর কিছুদিন আগেই মানসিক স্বাস্থ্যের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন স্টোকস। তবে স্টোকসের ভূয়সী প্রশংসা করে গাভাসকরের দাবি একমাত্র ৩০ বছর বয়সী অলরাউন্ডারই রুটদের জয়ের রাস্তায় ফেরাতে পারেন।
The Telegraph হয়ে নিজের কলমে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ধারাভাষ্যকার লেখেন, ‘আমি যদি জো রুট হতাম, তাহলে আমি সবার আগে বেন স্টোকসের সঙ্গে কথা বলে ওকে দলে ফেরার অনুরোধ জানাতাম। ও এমন একজন ক্রিকেটার যে ইংল্যান্ডের পক্ষে সিরিজ ঘুরিয়ে দিতে পারে। এটা খুবই হতাশাজনক যে ক্রিকেট খেলার জন্যই যার জন্ম, সে ক্রিকেট খেলতে পারছে না। শুধু ইংল্যান্ডই নয়, এটা বিশ্বক্রিকেটের জন্যও চরম দুর্ভাগ্যের, কারণ স্টোকসের মতো ক্রিকেটার এক যুগে একটাই হয়।’
For all the latest Sports News Click Here