IND vs ENG: অধিনায়ক হয়েই নজির, ৩৬ বছর আগের কপিলদেবের কৃতিত্ব স্পর্শ করলেন বুমরাহ
শুভব্রত মুখার্জি
বৃহস্পতিবারেই কোভিড পরীক্ষায় ফের ফেল করেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ফলে টিম ম্যানেজমেন্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় গুরুত্বপূর্ণ ‘রিশিডিউল’ এজবাস্টন টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ৩৬ বছর আগেকার কিংবদন্তি কপিল দেবের অর্জন করা এক কৃতিত্বকে স্পর্শ করে ফেলেন জসপ্রীত বুমরাহ। ভারতের হয়ে শেষ পেস বোলার যিনি টেস্টে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন তাঁর নাম কপিল দেব। ৩৬ বছর পরে ২০২২ সালে এজবাস্টনে সেই কৃতিত্ব স্পর্শ করলেন বুমরাহ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভারতীয় সিনিয়র দলকে নেতৃত্ব দেওয়া একমাত্র বোলার ছিলেন অনিল কুম্বলে। তবে তিনি ছিলেন স্পিনার। ১৯৮৭ সালে শেষবার ভারতের অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল কপিল দেবকে। মুম্বইয়ে একটি ওয়ানডে ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেন তিনি। রোহিত ফের করোনা পজিটিভ হওয়ার ফলে ভারতীয় দলের নেতৃত্বের ভার দেওয়া হয় বুমরাহকে। সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পান উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত।
আরও পড়ুন:- IND vs ENG: ‘পেসার অধিনায়ক পায়নি ভারত’, টসে ইংরেজের ভুল ধরলেন বুমরাহ, বললেন কপিল দেব ছিলেন
আরও পড়ুন:- IND vs ENG Day 2 Live: ৪,৫,৭,৪,৪,৪,৬,১, ব্রডের ওভারে উঠল ৩৫ রান
উল্লেখ্য, বিদেশের মাটিতে ১৯৮৬ সালে কপিল দেব ভারতকে শেষবার নেতৃত্ব দেন ইংল্যান্ড সফরে। সেবারও শেষ টেস্ট ছিল এজবাস্টনে। বার্মিংহামে সেই টেস্ট ড্র হয়েছিল। ভারত সেবার লর্ডস এবং হেডিংলে টেস্টে জেতার কারণে সিরিজ জিতেছিল। ১৯৭১ সালে অজিত ওয়াদেকরের নেতৃত্বে ইংল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের পরে ১৯৮৬ সালের ইংল্যান্ড সিরিজ জয় ছিল সেদেশের মাটিতে ভারতের দ্বিতীয় সিরিজ জয়। চলতি পাতৌদি ট্রফিতে ভারতের দ্বিতীয় অধিনায়ক বুমরাহ। কারণ, ২০২১ সালের অসমাপ্ত সিরিজে ভারতের হয়ে প্রথম চার ম্য়াচে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। সিরিজে ভারত আপাতত ২-১ ফলে এগিয়ে।
For all the latest Sports News Click Here