IND vs BAN Live: শাকিবদের কাছে হারলে বিপদ ঘনিয়ে আসতে পারে ভারতীয় শিবিরে
পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার পরে ভারতের চলতি টি-২০ বিশ্বকাপ অভিযান ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে। যদিও তাতে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বরং, ভারত এখনও গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেওয়ার প্রবল দাবিদার। এই অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে জয় তুলে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। শাকিবদের কাছে হারলে বিপদ ঘনিয়ে আসতে পারে ভারতীয় শিবিরে। অন্যদিকে বাংলাদেশের সামনেও সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। তবে শাকিব নিজেই জানিয়েছেন যে, তাঁরা বিশ্বকাপ জিততে আসেননি। সুতরাং, বাংলাদেশ মানসিকভাবে কুঁকড়ে রয়েছে লড়াইয়ের আগেই।
জিম্বাবোয়েকে সস্তায় গুটিয়ে দিল নেদারল্যান্ডস
অ্যাডিলেড ওভালে ভারত-বাংলাদেশ ম্যাচের আগে একই পিচে পরস্পরের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস। এই ম্যাচ শেষ হওয়ার পরে মাঠে নামবেন রোহিতরা। দিনের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা ১৯.২ ওভারে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য নেদারল্যান্ডসের দরকার ১১৮ রান। সিকন্দর রাজা দলের হয়ে সব থেকে বেশি ৪০ রান করেন। এছাড়া ২৮ রানের যোগদান রাখেন সিয়ান উইলিয়ামস। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পল ভ্যান মিকেরেন ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন ব্র্যান্ডন গ্লভার, লগান ভ্যান বিক ও বাস ডি’লিড। ১টি উইকেট নিয়েছেন ফ্রেড ক্লাসেন।
For all the latest Sports News Click Here