IND vs BAN 2nd Test Live: রান তাড়া করতে নেমে বিপাকে ভারত, উত্তেজক মোড়ে ম্যাচ
ম্যাচের রাশ আগাগোড়া নিজেদের হাতে রেখেছিল ভারত। তবে তৃতীয় দিনের শেষ সেশনে হিসাবটা গোলমাল হয়ে যায় লোকেশ রাহুলদের। এমনটা নয় যে, মীরপুর টেস্টে জয়ের জন্য ভারতের সামনে বড় রানের টার্গেট ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ। বরং টিম ইন্ডিয়ার জয়ের লক্ষ্য রয়েছে নাগালের মধ্যেই। নিতান্ত ছোটখাটো সেই টাগেট তাড়া করতে নেমেই বিপাকে ভারত। পরপর উইকেট হারিয়ে প্রবল চাপে রাহুলরা। এটা কার্যত নিশ্চিত যে, চতুর্থ দিনেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যাবে। তবে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, মীরপুর টেস্টের ফলাফল যে কোনও দলের অনুকূলেই ঝুঁকতে পারে। সুতরাং, উত্তেজক মোড় নিয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট।
কে কে আউট হয়েছেন?
লোকেশ রাহুল ২ রান করে সাজঘরে ফেরেন। শুভমন গিল আউট হন ৭ রান করে। চেতেশ্বর পূজারা ক্রিজ ছাড়েন ব্যক্তিগত ৬ রানে। বিরাট কোহলি প্যাভিলিয়নে ফেরেন মাত্র ১ রান করে। এখনও ব্যাট করতে নামেননি শ্রেয়স আইয়ার, ঋষভ পন্তরা।
চতুর্থ দিনে জয়ের লক্ষ্য
জয়ের জন্য শেষ ২ দিনে ভারতের দরকার মাত্র ১০০ রান। যদিও হাতে রয়েছে ৬টি উইকেট। মীরপুরের পিচ যেরকম স্পিনারদের সাহায্য করছে, তাতে ভারতের জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া নিতান্ত সহজ হবে না। বাংলাদেশকে জয় তুলে নিতে হলে ভারতের ৬টি উইকেট ফেলতে হবে। একটা বিষয় কার্যত নিশ্চিত যে, ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যাবে চতুর্থ দিনেই। পঞ্চম দিনে ম্যাচ গড়ানোর সম্ভাবনা নেই।
For all the latest Sports News Click Here