IND vs BAN: পাঁচ উইকেট নেওয়া বন্ধ করুক কুলদীপ, কেন এমন বলেলন হরভজন?
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কুলদীপ যাদব। এমনকি ম্যাচের সেরাও হয়েছেন তিনি। কিন্তু দ্বিতীয় টেস্টে আচমকাই বাদ দেওয়া হয়েছে কুলদীপকে। প্রথম টেস্টে প্রত্যাবর্তন করে আট উইকেট নিয়ে জয়ের কারিগর ছিলেন তিনি। কিন্তু চায়নাম্যান রিস্ট স্পিনার যাদবকে দলের বাইরে রেখেই দ্বিতীয় টেস্ট খেলতে নামে ভারত। তাঁর জায়গায় জায়গা পেয়েছেন জয়দেব উনাদকাট। দীর্ঘ ১২ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে এসেছেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং থেকে সুনীল গাভাসকর। ফ্যানরাও সিদ্ধান্ত মেনে না নিতে পেরে খুব উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার হারভজন সিং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ দেখে অবাক হয়েছেন। কুলদীপ যাদবের বিরুদ্ধে হয়ে চলা অবিচারের কথাও তিনি তুলে ধরেছেন। ব্যঙ্গের সুরে তিনি বলেন, ‘আমার মনে হয়, এখন থেকে কুলদীপের পাঁচ উইকেট নেওয়া বন্ধ করা উচিত। কে জানে সেই জন্য হয়তো পরপর দুটি টেস্ট ম্যাচ খেলতে পারবে।’ তিনি আরও বলেন, ‘গতবার যখন অস্ট্রেলিয়ায় সিডনিতে ও পাঁচ উইকেট নিলো তখন ভারতের এক নম্বর স্পিনার হয়ে ওঠার কথা ছিল। কিন্তু না, তাকে আবার একটি টেস্ট ম্যাচ খেলার জন্য দু’বছরের বেশি সময় ধরে অপেক্ষা করতে হল। এখন ও দু’বছর পর খেলছে কিন্তু দুর্ভাগ্যবশত আবার বাদ পড়ল। আমি এর কারণ জানতে চাই।’ হতাশ হয়ে বলেন হরভজন।
আরও পড়ুন:- Ind vs Ban- এই উইকেট নেওয়ার কথা হাজার বার ভেবেছি, বারো বছরের অপেক্ষার শেষে বললেন উনাদকাট
নাম না করে অন্য খেলোয়াড়দের সঙ্গে কুলদীপের তুলনা করে তিনি বলেন, ‘অনেক খেলোয়াড় আছে যারা গত দু’বছর ধরে ভালো পারফরম্যান্স না করেও অনেক সুযোগ পেয়ে চলেছে। আমি তাদের নাম নিতে চাইছি না। এটা একেবারেই ঠিক হচ্ছে না। পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ দেওয়া হোক। কী আর বলব, কুলদীপের জন্য খুব খারাপ লাগছে। এই ভাবে চললে ভারতের অবস্থা আরও খারাপ হবে।’
আরও পড়ুন:- নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড
আট উইকেট নেওয়ার পরও যখন কেউ প্রথম একাদশ থেকে বাদ পড়েন, তখন কী করে তিনি ভালো পারফর্ম করবেন বলে প্রশ্ন তোলেন ভারতের হয়ে ৪০০টির বেশি টেস্ট উইকেট নেওয়া এই তারকা খেলোয়াড়। ভাজ্জি বলেছেন, আমি আশা করি যে কুলদীপ এই কারণে আত্মবিশ্বাস হারাবে না। ও নিজের মতো খেলে যাক। সুযোগ আসবেই।’
For all the latest Sports News Click Here