IND vs BAN: ধৈর্যের ফল মিষ্টি হয়, মনে করিয়ে দিলেন ভারতের বোলিং কোচ মামব্রে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে ভারতকে বাংলাদেশের বরুদ্ধে টেস্ট সিরিজ জিততেই হবে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই বিপক্ষকে চাপে রাখে ভারত। শাকিব আল হাসানদের এই ম্যাচ জিততে ৫১৩ রান টার্গেট দেয় লোকেশ রাহুল, বিরাট কোহলির দল। তবে একটা সময় বেশ চাপেই ছিল ভারত। দ্বিতীয় ইনিংসের বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙতে কালঘাম ছোটে ভারতীয় বোলারদের। বলা ভালো সেই মুহূর্তে ম্যাচটি বাংলাদেশের আয়ত্বে ছিল। ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটার ১২৪ রানের পার্টনারশিপ গড়েন।
নাজমুল ফিরে যেতেই এক এক করে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অক্সিজেন পান লোকেশ রাহুলরা। ম্যাচের ফেরে ভারত। তবে বাংলাদেশের ওপেনিং জুটি যেভাবে খেলেছে, তাতে বেশ চাপেই ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ পরশ মামব্রে। তিনি বলেছেন, ‘এটা ব্যাটিং সহায়ক উইকেট। এখানে রান করা খুব একটা কঠিন কাজ নয়। তবে একটা সময় আমরা বেশ চাপে ছিলাম। (চতুর্থ দিনের) প্রথম সেশনে আমরা তেমন কিছু করতে পারিনি। ওদের ব্যাটাররা ভালো খেলছিল। নতুন বলে চালিয়ে খেলছিল। কিন্তু পরের দুই সেশনে ওরা তেমন কিছু করতে পারেনি। ম্যাচ আমাদের আয়ত্বের মধ্যে চলে আসে। এটা অবশ্যই বোলারদের কৃতিত্ব। ওরা ধৈর্য ধরে বল করেছিল বলেই সাফল্য এসেছে।’
আরও পড়ুন:- IND vs BAN 1st Test Live:শাকিবের প্রতিরোধ ভেঙে চট্টগ্রাম টেস্টে দাপুটে জয় ভারতের
দীর্ঘদিন পরে বল হাতে ফর্মে ফিরেছেন কুলদীপ যাদব। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। কুলদীপের এই সাফল্যে খুশি মামব্রেও। ভারতের বোলিং কোচ বলেছেন, ‘কুলদীপের ফর্মে ফেরাটা খুব প্রয়োজন ছিল। কারণ, অনেক দিন ধরেই ওকে বাতিলের খাতায় রেখেছিল অনেকে। অনেকেই ধরে ফেলেছিল, ওর প্রতিভা শেষ হয়ে গিয়েছে। কিন্তু না, ও যে এখনও হারিয়ে যায়নি তার প্রমাণ দিয়ে দিয়েছে। তবে দলের বোলারদের এই পারফরম্যান্সে আমি খুশি।’
আরও পড়ুন:- WTC Points Table: চওড়া হল ফাইনালের পথ, বাংলাদেশকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তিনে উঠল ভারত
প্রথম ইনিংসে বড় রানের লিড নেওয়ায় ২৫২ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে ভারত। বাংলাদেশকে ৫১৩ রানের টার্গেট দেন কোহলিরা। এই রান তুলতে একটা সময় শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ। কিন্তু সেই ছন্দ ধরে রাখতে পারেনি। সেই মুহূর্তে অনেকেই ভেবেছিলেন বাংলাদেশকে আরও বেশি রানের টার্গেট দিতে পারলে ভালো হতো। কিন্তু মামব্রে তাদের সমর্থন না করে বলেন, ‘টেস্টে ৫১৩ রান মোটেই সহজ নয়। তাও আবার দুই দিন সময়ে। আমরা সব জেনে বুঝেই ইনিংস ডিক্লেয়ার করেছিলাম। তবে যাই হোক না কেন বাংলাদেশের ব্যাটাররা শুরুতে ভালো ব্যাটিং করেছিল। তা নিয়ে কোনও সন্দেহ নেই।’
For all the latest Sports News Click Here