IND vs AUS WTC Final Live: কোহলিকে ফেরালেন স্টার্ক, ৪ উইকেট হারিয়ে চাপে ভারত
লাইভ আপডেটস
Updated: 08 Jun 2023, 08:09 PM IST
Abhisake Koley
India vs Australia ICC World Test Championship Final Day 2 Live Score: অস্ট্রেলিয়ার হয়ে ১৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ট্রেভিস হেড। ১২১ রানের লড়াকু ইনিংস খেলেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ৪৬৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ সিরাজ।
ওভালের পিচে পর্যাপ্ত ঘাস রয়েছে। পরিবেশ-পরিস্থিতি বোলারদের অনুকূল। টস-ভাগ্য সঙ্গ দেয় রোহিত শর্মার। তা সত্ত্বেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করতে পারেনি ভারত। বরং স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডের প্রত্যাঘাতে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়াই। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়াই হবে ভারতের প্রধান লক্ষ্য। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে নাগালের বাইরে বেরিয়ে গেলেই সমূহ বিপদ। এখন দেখার যে প্রথম দিনের ভুল-ভ্রান্তি শুধরে নিয়ে ভারতের বোলাররা দ্বিতীয় দিনে নিজেদের কীভাবে মেলে ধরেন।
বিরাট কোহলি আউট
১৮.২ ওভারে মিচেল স্টার্কের শর্ট বলে ব্যাটের কানা লাগিয়ে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ৩১ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৭১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
কোহলিকে নিয়ে লড়াই অভিজ্ঞ রাহানের
১৭ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬৭ রান। অজিঙ্কা রাহানে ৯ বলে ৭ রান করেছেন। মেরেছেন ১টি চার। ২৯ বলে ১৪ রান করেছেন কোহলি। তিনি ২টি চার মেরেছেন।
চেতেশ্বর পূজারা আউট
১৩.৫ ওভারে ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন চেতেশ্বর পূজারা। ঠিক যেভাবে বল ছেড়ে দিয়ে বোল্ড হন শুভমন গিল, হুবহু সেভাবেই নিজের উইকেট খোয়ান পূজারা। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৪ রান করেন চেতেশ্বর। ভারত ৫০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে।
প্রথম বাউন্ডারি পূজারার
চায়ের বিরতির পরে বল করতে আসেন বোল্যান্ড। তৃতীয় বলে চার মারেন চেতেশ্বর পূজারা। ১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪২ রান। পূজারা ৮ ও কোহলি ৪ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের চায়ের বিরতি
দুই ওপেনার মাঠ ছাড়ার পরে কোহলিকে নিয়ে প্রাথমিক বিপর্যয় রোধ করার লড়াই চেতেশ্বর পূজারার। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের চায়ের বিরতিতে তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান সংগ্রহ করেছে। ১১ বলে ৪ রান করেছেন কোহলি। মেরেছেন ১টি চার। পূজারা ৯ বলে ৩ রান করেছেন। কামিন্স ও বোল্যান্ড ১টি করে উইকেট নিয়েছেন।
শুভমন গিল আউট
৬.৪ ওভারে স্কট বোল্যান্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। বল ছেড়ে দিয়ে ভুল করেন গিল। তিনি ১৫ বলে ১৩ রান করেন। মারেন ২টি চার। ভারত ৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
রোহিত শর্মা আউট
৫.৬ ওভারে প্যাট কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ২৬ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত ৩০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতেশ্বর পূজারা। শুভমন গিল ১৩ রানে ব্যাট করছেন।
বাউন্ডারিতে খাতা খোলেন গিল
দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। ওভারে ১টি চার মারেন শুভমন গিল। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩ রান। গিল ৬ ও রোহিত ৬ রানে ব্যাট করছেন।
রান তাড়া শুরু ভারতের
শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন রোহিত। প্রথম ওভারে ৫ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে অল-আউট অস্ট্রেলিয়া
১২১.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে অজিঙ্কা রাহানের হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। ৩৪ বলে ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৪৬৯ রানে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। ৭ বলে ১ রান করে নট-আউট থাকেন বোল্যান্ড। সিরাজ ১০৮ রানে ৪ উইকেট দখল করেন। ১২২ রানে ২টি উইকেট নেন শামি। ৮৩ রানে ২টি উইকেট দখল করেন শার্দুল। ৫৬ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন জাদেজা। ৭৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি উমেশ।
নাথান লিয়নকে ফেরালেন সিরাজ
১১৯.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাথান লিয়ন। ১টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৪৬৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্কট বোল্যান্ড।
অ্যালেক্স ক্যারিকে ফেরালেন জাদেজা
১১৪.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ছক্কা হাঁকান অ্যালেক্স ক্যারি। তবে পরের বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন অ্যালেক্স। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ৪৫৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাথান লিয়ন।
ব্যাট চালাচ্ছেন ক্যারি
১১৩তম ওভারে মহম্মদ শামির বলে ৩টি চার মারেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪৪৩ রান। ক্যারি ৬২ বলে ৪০ রান করেছেন। ৫ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স।
মেডেন ওভারে দ্বিতীয় সেশনের খেলা শুরু
লাঞ্চের পরে প্রথম ওভারে বল করতে আসেন উমেশ যাদব। তিনি কোনও রান খরচ করেননি সেই ওভারে। ১১০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৪২২ রান।
দ্বিতীয় দিনের লাঞ্চের বিরতি
দ্বিতীয় দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১০৯ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৪২২ রান সংগ্রহ করেছে। অ্যালেক্স ক্যারি ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন। প্যাট কামিন্স ১৭ বলে ২ রান করে নট-আউট থাকেন। শামি ২৭ ওভারে বল করে ১০২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। সিরাজ ২৭ ওভার বল করে ১০৬ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন। শার্দুল ঠাকুর ২৩ ওভার বল করে ৮৩ রানের বিনিময়ে ২টি উইকেট সংগ্রহ করেন। সুতরাং, দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪টি উইকেট সংগ্রহ করে ভারত।
রান-আউট স্টার্ক
১০৩.৫ ওভারে পরিবর্ত ফিল্ডার অক্ষর প্যাটেলের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মিচেল স্টার্ক। ২০ বলে ৫ রান করে মাঠ ছাড়েন স্টার্ক। ৪০২ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স।
৪০০ ছুঁল অস্ট্রেলিয়া
১০৩তম ওভারে দলগত ৪০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। তাদের স্কোর ৬ উইকেটে ৪০০ রান। অ্যালেক্স ক্যারি ১৩ ও মিচেল স্টার্ক ৪ রানে ব্যাট করছেন।
১০০ ওভারের খেলা শেষ
১০০ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ৩৮৮ রান। ৯ রানে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারি। এখনও খাতা খোলেননি মিচেল
স্মিথকে ফেরালেন শার্দুল
৯৮.১ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। অফ-স্টাম্পের বাইরের বল ব্যাটের কানা লাগিয়ে স্টাম্পে টেনে আনেন স্মিথ। ২৬৮ বলে ১২১ রান করেন তিনি। মারেন ১৯টি চার। অস্ট্রেলিয়া ৩৮৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্টার্ক।
গ্রিনকে ফেরালেন শামি
৯৪.২ ওভারে মহম্মদ শামির বলে স্লিপে শুভমন গিলের হাতে ধরা পড়েন ক্যামেরন গ্রিন। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করেন গ্রিন। অস্ট্রেলিয়া ৩৭৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি। ৯৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৩৭৬ রান। ১১৯ রানে ব্যাট করছেন স্মিথ।
ট্রেভিস হেডকে ফেরালেন সিরাজ
৯১.১ ওভারে মহম্মদ সিরাজের বলে কেএস ভরতের দস্তানায় ধরা পড়েন ট্রেভিস হেড। ১৭৪ বলে ১৬৩ রান করেন তিনি। মারেন ২৫টি চার ও ১টি ছক্কা। অস্ট্রেলিয়া ৩৬১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন। তিনি মাঠে নেমেই চার মারেন। ৯২ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৬৭ রান। স্মিথ ১১০ রানে ব্যাট করছেন।
৩৫০ টপকাল অস্ট্রেলিয়া
৯০তম ওভারে প্রথম ইনিংসে ৩৫০ রানের গণ্ডি টপকে যায় অস্ট্রেলিয়া। ৯০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৫১ রান। ট্রেভিস হেড ১৫৮ ও স্টিভ স্মিথ ১০৬ রানে ব্যাট করছেন।
১৫০ টপকালেন হেড
২৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৪ বলে ১৫০ রানের গণ্ডি টপকে যান ট্রেভিস হেড। ৮৯ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৪৫ রান। স্মিথ ১০৫ ও হেড ১৫৩ রানে ব্যাট করছেন।
স্টিভ স্মিথের শতরান
দিনের প্রথম ওভারেই ব্যক্তিগত শতরান পূর্ণ করেন স্টিভ স্মিথ। দরকার ছিল ৫ রান। নিজের খেলা প্রথম ২টি বলে পরপর ২টি চার মেরে তিন অঙ্কে পৌঁছে যান স্মিথ। ১৬টি বাউন্ডারির সাহায্যে ২২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ। দ্বিতীয় দিনের প্রথম ওভারে ৯ রান ওঠে। ৮৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ৩৩৬ রান। স্মিথ ১০৩ ও হেড ১৪৭ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের খেলা শুরু
প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড ব্যাট করতে নামেন দ্বিতীয় দিনে। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলে এক রান নিয়ে স্কোর বোর্ড চালু করেন হেড।
পিচ রিপোর্ট দুশ্চিন্তায় ফেলবে ভারতীয় সমর্থকদের
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে পিচ রিপোর্টে দীপ দাশগুপ্ত ও সুনীল গাভাসকর স্পষ্ট জানান যে, এই পিচে দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাট করা সহজ হবে। পিচে ঘাস রয়েছে বটে, তবে সতেজতা হারাচ্ছে ঘাস। সুতরাং, ব্যাটে বল আসবে যথাযথভাবে। তাই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে রানের পাহাড়ে চড়তে পারে।
জাদেজার কোন ভূমিকা পালন করা উচিত, জানালেন সৌরভ
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান যে, রবীন্দ্র জাদেজার সাপোর্ট বোলারের ভূমিকা পালন করা কখনই উচিত নয়। বরং ফ্রন্টলাইন স্পিনার হিসেবে তাঁর উইকেট নেওয়ার চেষ্টা করা উচিত। মহারাজ বলেন, ‘আমি চাই না জাদেজা ৩০ ওভার বল করে কোনও উইকেট না নিয়ে মাত্র ১০০ রান খরচ করুক। বরং ও ৩০ ওভারে ১৫০ রান খরচ করুক এবং ৪-৫টি উইকেট নিক। অশ্বিনের অনুপস্থিতিতে ফ্রন্টলাইন স্পিনার হিসেবে জাদেজার উচিত উইকেটের জন্য ঝাঁপানো।’
হেডেন-চন্দ্রপলের রেকর্ড ভাঙার অপেক্ষায় স্মিথ
দ্বিতীয় দিনে মাত্র ৫ রান সংগ্রহ করলেই ব্যক্তিগত শতরান পূর্ণ করবেন স্টিভ স্মিথ। তিন অঙ্কে পৌঁছলে এটি তাঁর টেস্ট কেরিয়ারের ৩১তম শতরান হবে। সেই নিরিখে তিনি টপকে যাবেন ম্যাথিউ হেডেন ও শিবনারায়ন চন্দ্রপলকে। হেডেন এবং চন্দ্রপল টেস্টে ৩০টি করে শতরান করেছেন।
প্রথম দিনের স্কোর
ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া দিনের প্রথম সেশনেই ২টি উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় সেশনের শুরুতেই আরও একটি উইকেট খোয়ায় তারা। শেষমেশ প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৮৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩২৭ রান সংগ্রহ করে। স্টিভ স্মিথ ৯৫ ও ট্রেভিস হেড ১৪৬ রানে অপরাজিত থাকেন। ৪৩ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। প্রথম দিনে ভারতের হয়ে ১টি করে উইকেট নেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর।
For all the latest Sports News Click Here