IND vs AUS WTC Final Live: অজিদের দ্রুত অল-আউট করাই চ্যালেঞ্জ ভারতের সামনে
ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দু’দিনে দাপট দেখায় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে পালটা লড়াই চালায় ভারত। চতুর্থ দিনের খেলা শুরুর আগে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়াই। তবে ভারত এখনও ম্যাচ থেকে দূরে সরে যায়নি। বরং চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস দ্রুত গুটিয়ে দিতে পারলে জয়ের লক্ষ্য নাগালে থাকবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে শেষ ইনিংসে জমাট ব্যাটিংয়ে ম্যাচ জেতার সম্ভাবনা থেকেই যায় রোহিতদের।
তৃতীয় দিনের স্কোর
তৃতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। তারা সাকুল্যে ৬৯.৪ ওভার ব্যাট করে। অজিঙ্কা রাহানে ৮৯ ও শার্দুল ঠাকুর ৫১ রান করেন। প্যাট কামিন্স ৩টি এবং স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন ২টি করে উইকেট দখল করেন। প্রথম ইনিংসের নিরিখে ১৭৩ রানের বড়সড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে তারা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করে। সুতরাং, অস্ট্রেলিয়ার হাতে লিড রয়েছে ২৯৬ রানের। ৩৪ রানে আউট হন স্টিভ স্মিথ। ল্যাবুশান ৪১ ও গ্রিন ৭ রানে নট-আউট থাকেন। ২টি উইকেট নিয়েছেন জাদেজা।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৪৬৯ রানে। তারা সাকুল্যে ১২১.৩ ওভার ব্যাট করে। ট্রেভিস হেড ১৬৩ ও স্টিভ স্মিথ ১২১ রান করেন। মহম্মদ সিরাজ ৪টি এবং শামি ও শার্দুল ২টি করে উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ৩৮ ওভারে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। ৪৮ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। রাহানে ২৯ ও কেএস ভরত ৫ রানে নট-আউট থাকেন।
For all the latest Sports News Click Here