IND vs AUS Live: রোহিতের চার-ছক্কায় আগ্রাসী শুরু টিম ইন্ডিয়ার
লাইভ আপডেটস
Updated: 20 Sep 2022, 07:10 PM IST
- India vs Australia 1st T20 Live Score: শামির বদলে স্কোয়াডে ঢোকা উমেশ যাদব প্রথম ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন। অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার মাঠে নামছেন টিম ডেভিড।
ভারতের সামনে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বলা চলে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টি-২০ সিরিজে একজোট হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের জন্য নির্বাচিত হওয়া ভারতীয় তারকারা। স্বাভাবিকভাবেই নিজেদের ফাঁক-ফোকরগুলো মেরামত করার সুবর্ণ সুযোগ রেহিত শর্মাদের সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজে যেমন নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে পারবে ভারত, ঠিক তেমনই শক্তিশালী অজিদের হারাতে পারলে বিশ্বকাপের আসরে অন্য দলগুলির বাড়তি সমীহ আদায় করে নেবে টিম ইন্ডিয়া।
কামিন্সকে আক্রমণ রোহিতের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্য়াট কামিন্স।
রোহিতের সঙ্গে ওপেনে রাহুল
রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন জোস হ্যাডেলউড। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। প্রথম ওভারে ৪ রান ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, জোস ইংলিস, টিম ডেভিড, ম্য়াথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, ন্যাথন এলিস, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক টিম ডেভিডের
সিঙ্গাপুরের হয়ে মাঠে নেমেছেন। তবে এই প্রথমবার অস্ট্রেলিয়ার স্কোয়াডে সুযোগ পেয়েছেন টিম ডেভিড। বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলা টিম ডেভিড ভারতের বিরুদ্ধে এই ম্যাচে প্রথমবার মাঠে নামছেন অজিদের হয়ে। ফিঞ্চ টস জেতার পরে এও জানিয়েছেন যে, তাঁর সঙ্গে এই ম্যাচে ওপেন করবেন ক্যামেরন গ্রিন।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল ও উমেশ যাদব।
হার্ষাল ফিরলেও দলে নেই বুমরাহ
চোট সারিয়ে স্কোয়াডে ফেরা হার্ষাল প্যাটেল প্রথম ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়ে গেলেন। তবে বুমরাহকে প্রথম ম্যাচে বসিয়ে রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট সারিয়ে স্কোয়াডে ফেরার পরে তাঁকে একটু সময় দিতে চান রোহিতরা। টসের পরে হিটম্যান নিজেই জানালেন যে, বুমরাহ সম্ভবত সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামবেন। উল্লেখযোগ্য বিষয় হল, করোনা আক্রান্ত শামির বদলে শেষ মুহূর্তে স্কোয়াডে ঢোকা উমেশ যাদব সিরিজের প্রথম ম্যাতেই মাঠে নামার সুযোগ পেলেন।
বাদ পড়লেন পন্ত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ঋষভ পন্তকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখল ভারত। বদলে দীনেশ কার্তিককে প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে মাঠে নামান রোহিত শর্মারা।
টস জিতলেন ফিঞ্চ
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অ্যারন ফিঞ্চ ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, মোহালিতে টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত।
পিচ রিপোর্ট
সুনীল গাভাসকর পিচ রিপোর্টে জানান যে, মোহালির বাইশগজে ঘাস রয়েছে। নতুন বলে পেসাররা সাহায্য পাবেন। তবে বল পুরনো হলেই ব্যাটসম্যানরা রান তুলতে পারবেন অনায়াসে। সানি ইনিংসে ১৭০-১৮০ রান উঠতে পারে বলে ধারণা পোষণ করেন।
সম্মানিত করা হবে ভাজ্জি ও যুবরাজকে
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে মোহালির পিসিএ স্টেডিয়ামের দু’টি স্ট্যান্ডের নামকরণ করা হবে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের নামে। যুবরাজ জানান, এটা তাঁর কাছে অত্যন্ত সম্মানের। তিনি এও দাবি করেন যে, সব রাজ্য সংস্থারই উচিত শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটারদেরই নয়, বরং ঘরোয়া ক্রিকেটেও যাঁরা দীর্ঘদিন রাজ্য দলের সেবা করেছেন, তাঁদেরও সম্মানিত করা।
কার্তিক নাকি পন্ত, উত্তর খুঁজতে হবে ভারতকে
ঋষভ পন্ত নাকি দীনেশ কার্তিক, টি-২০ বিশ্বকাপের ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার কে হবেন, এই প্রশ্নেক উত্তর খুঁজতে হবে রোহিতদের। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজেই জবাব খুঁজে পেতে পারে টিম ইন্ডিয়া।
চোখ থাকবে বুমরাহ ও হার্ষালের দিকে
চোট সারিয়ে দলে ফেরা ক্রিকেটারদের ছন্দ ফিরে পেতে একটু সময় লাগে। সেদিক থেকে জসপ্রীত বুমরাহ ও হার্ষাল প্যাটেল বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের সড়গড় করে তুলতে পারবেন। স্বাভাবিকভাবেই নজর থাকবে তাঁদের দিকে। তাছাড়া ভারত নিজেদের যথাযথ কম্বিনেশন খুঁজে বার করারও চেষ্টা করবে এই সিরিজেই। বিশেষ করে রবীন্দ্র জাদেজার বদলে প্রথম একাদশে কে যথাযথ হতে পারেন, সেটা খুঁজে বার করাই হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের বড় চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব।
For all the latest Sports News Click Here