IND vs AUS, 2nd Test Day 1 Live: নাগপুরের পুনরাবৃত্তি চায় ভারত, অজিরা চায় বদলা
নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়েছে ভারত। দিল্লিতে জিততে পারলে ২-০ এগিয়ে যাবেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আরও কাছে পৌঁছে যাবেন তাঁরা। তাই দিল্লিতে টেস্ট ঘিরে উত্তেজনার পারদটা আগে থেকেই চড়তে শুরু করেছে। পাশাপাশি ১৯৮৭ সালের পর এই স্টেডিয়ামে ভারত কোনও টেস্ট হারেনি। স্বাভাবিক ভাবেই এটা টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যথেষ্ট।
পূজারার ১০০ টেস্ট
চেতেশ্বর পূজারা দিল্লিতে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামছেন। বিসিসিআই-এর তরফে সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফেও স্মারক তুলে দেওয়ার কথা। পূজারার পরিবারের সদস্যরা থাকবেন।
প্রথম একাদশে রদবদল?
ভারতীয় দলে শ্রেয়স আইয়ারের ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন খোদ ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। প্রত্যাশিতভাবে ফিট হলে তিনি প্রথম একাদশে ঢুকবেন। সে ক্ষেত্রে সূর্যকুমার যাদবকে বাদ পড়তে হবে। এর বাইরে ভারতের প্রথম একাদশে রদবদল হওয়ার খুব বেশি সম্ভাবনা নেই।
অস্ট্রেলিয়া একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেছে। তিন স্পিনারে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য অধিনায়ক ডেভিড ওয়ার্নার দিল্লিতে নাও বাদ পড়তে পারেন। ম্যাট রেনশর জায়গায় আসতে পারেন ট্রেভিস হেড। মিচেল স্টার্ক এবংক্যামেরন গ্রিনের মধ্যে কোনও একজনকে খেলাতে পারে অস্ট্রেলিয়া।
For all the latest Sports News Click Here