IND vs AUS: প্র্যাকটিস করলেন জাদেজা, লিঁয়-এর বিরুদ্ধে ভারতের হাতিয়ার সুইপ
মাঠে বল গড়ানোর আগেই বাইরে ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াই শুরু হয়ে গিয়েছে। ম্যাচ শুরুর আগে সাহসী বিবৃতি দিতে পিছপা হচ্ছে না অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। গতবার ভারত সফরে বিসিসিআইয়েক উদ্দেশ্যে বলা হয়, অনুশীলন ম্যাচগুলি নাশকতার প্রবণতার উদ্দেশ্যে রাখা হয়েছে। এবার অস্ট্রেলিয়ার অনুশীলনের জন্য বেঙ্গালুরুর আলুরের প্রায় নির্জন স্থানে দেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শেষ দুই সিরিজে হারের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে অজিরা।
অন্যদিকে প্রস্তুত ভারতও। নাগপুরে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। নেট বোলার হিসেবে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, সৌরভ কুমার ও সাই কিশোরকে। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে ভারতও প্রস্তুত অজি স্পিনারদের রুখে দিতে।
তবে স্পিনারদের বিরুদ্ধে ভারতও কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ঋষভ পন্ত সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারত স্পিনের বিরুদ্ধে প্রধান আক্রমণকারীকে হারিয়েছে। যদি ভারত বিগত ১০ বছর ধরে স্পিন সহায়ক উইকেট করে আসছে। কিন্তু ভারতের এই চাল বুঝতে পেরে গিয়েছে বিপক্ষ দলগুলি। তারাও পাল্টা দিতে শুরু করেছে। স্পিন সহায়ক উইকেটে উল্টে সমস্যায় পড়ছে টিম ইন্ডিয়া। এই সিরিজেও এমনটা হতে পারে। সূত্র মারফত জানা গিয়েছে, যে চারটি স্টেডিয়ামে খেলা হতে চলেছে সেখানকার পিচ কিউরেটরদের বলা হয়েছে ভালো টেস্ট ক্রিকেট খেলা যায় এমন পিচ তৈরি করতে।
রাহুল দ্রাবিড়ের কাছে দ্বিতীয় সমস্যা হল দলের ভারসাম্য বজায়। ঋষভ চোট পাওয়ার ফলে নির্বাচকরা ভরসা রেখেছেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের উপর। তবে এখানেই সমস্যা দেখা দিয়েছে। টেস্ট ম্যাচে ভারত পাঁচ বোলার খেলাতে অভ্যস্ত। টিম ম্যানেজমেন্ট এখনও ঠিক করে উঠতে পারেনি উইকেটরক্ষক ভরত ৬ নম্বর পজিশনে ব্যাট করতে পারবেন কিনা। তাই ভারতের কাছে পাঁচ বোলারের বিকল্প থাকছে না বললেই চলে।
তবে খুশির খবর, চোট সারিয়ে উঠে দুর্দান্তভাবে ফিরে এসেছেন রবীন্দ্র জাদেজা। গত দুই বছরে ঋষভের পরে জাদেজা ভারতের সবচেয়ে ধারাবাহিক টেস্ট ব্যাটার। মনে করা হচ্ছে জাদেজা ছয় নম্বর পজিশনে ব্যাট করতে পারেন। একমাত্র তাহলেই ভারত পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে পারবে। যথারীতি অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন লোয়ার অর্ডারকে পরিচালনা করবেন।
ভারতে বিদেশি দলগুলির ইনিংস দেখলে বোঝা যায় তারা যথাসম্ভব সুইপ শর্ট খেলার চেষ্টা করে। ভারতে ইশান ও সূর্যকুমারের সুইপ খেলার ক্ষমতার উপর অনেকটাই নির্ভর করে রয়েছে।
প্যাট কামিন্সের নেতৃত্বাধীন এই অস্ট্রেলিয়া দলের উপমহাদেশের উইকেটের খেলার অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তারা ভালো করেছে। এই অস্ট্রেলিয়া দলকে রোহিত শর্মারা কীভাবে আটকায় তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।
For all the latest Sports News Click Here