IND vs AUS: পন্ত-বুমরাহ নেই, ঘরের মাঠেও দুর্বল ভারত, দাবি গ্রেগ চ্যাপেলের
আসন্ন ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের দলে নেই জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্ত। দুজনেই চোটের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন। এই হাই প্রোফাইল সিরিজে যা ভারতকে সমস্যায় ফেলবে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। যার ফলে এই সিরিজ অস্ট্রেলিয়ার পকেটে উঠতে পারে বলে মনে করছেন গ্রেগ।
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার জন্য মাঠের বাইরে রয়েছেন পন্ত। কবে ২২ গজে ফিরবেন সেই উত্তর জানা নেই কারোর কাছে। তবে প্রাথমিক ভাবে চিকিৎসকরা মনে করছেন, পন্তের মাঠে ফিরতে ছয়-সাত মাসেরও বেশি সময় লাগবে। অন্যদিকে পিঠের চোটের জন্য প্রথম দুই টেস্ট ম্যাচে দলে জায়গা করতে পারেননি বুমরাহ। অন্যদিকে ভারতীয় দলের অলরাউন্ড রবীন্দ্র জাদেজাও চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। ইতিমধ্যেই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন জাড্ডু। কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ভারতীয় দল।
আরও পড়ুন: নতুন বাড়ির সামনে জমে জল, সমাধান চেয়ে মেয়রকে চিঠি সৌরভের
তবে ভারতের হোম ম্যাচ হলেও এই সিরিজে অজিদের এগিয়ে রাখছেন গ্রেগ চ্যাপেল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এই চার ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারে। জসপ্রীত বুমরাহ , ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের চোট রয়েছে যা ঘরের মাঠে ভারতকে দুর্বল করবে। ভারতীয় দল বিরাট কোহলির উপর অনেকটাই বেশি নির্ভরশীল থাকবে।’
ভারতের প্রাক্তন কোচ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মনে করেন যে ফিঙ্গার স্পিনার অ্যাস্টন অ্যাগার ন্যাথন লিঁয়র সঙ্গী হওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘পিচ যদি স্পিন সহায়ক হয়। আমি আশা করব অ্যাস্টন অ্যাগার প্রথম একাদশে জায়গা পাবে। ফিঙ্গার স্পিন অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে।’
এই সিরিজে অস্ট্রেলিয়ারও কিছু সমস্যা হতে পারে বলে মেনে নিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, ‘ডেভিড ওয়ার্নার মোটেই ভালো ফর্মে নেই। ভারতে তাঁর টেস্ট রেকর্ডের উন্নতি করতে হবে। উসমান খোওয়াজা, অ্যালেক্স ক্যারি, ট্র্যাভিস হেড এবং ক্যামরন গ্রিনকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তুলনায় আরও ভাল মানের স্পিনের বিরুদ্ধে খেলতে হবে যা তাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলবে।’
আরও পড়ুন: কোন মার্জিনে অজিদের হারালে WTC ফাইনালের টিকিট ও এক নম্বর দলের খেতাব পাবে ভারত?
তিনি আরও বলেন, ‘মার্নাস ল্যাবুশান প্রথমবার উপমহাদেশের উইকেটে বড় পরীক্ষার সামনে পড়বে। স্টিভ স্মিথের বর্তমান ব্যাটিংয়ের মান আরও উন্নতি করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং বিপিএলের চেয়ে আরও কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে স্মিথকে।’ অস্ট্রেলিয়া সম্প্রতি অ্যাশেজ এবং তারপর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতেছে। অন্যদিকে ভারত এক দশকেরও বেশি সময় ধরে ঘরের মাঠে হারেনি। ১৫টি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে ভারতের।
সিরিজটি উত্তেজনা পূর্ণ হতে চলেছে বলে মনে করছে ক্রিকেট মহল। গ্রেগ চ্যাপেল তাঁর অভিজ্ঞতা থেকে বলেন, ‘আমি ভারতে অনেক টেস্ট দেখেছি। শারীরিক দক্ষতার সঙ্গে সঙ্গে মনের লড়াইও চলে। ভারতে জেতার জন্য প্রয়োজন হয় পরিকল্পনা ও ধৈর্য এবং সেই সঙ্গে স্নায়ুর চার ধরে রাখার ক্ষমতা।’
For all the latest Sports News Click Here