IND vs AUS: দেশের মাটিতে হারা শেষ ৫টি সিরিজের মধ্যে তিনটিতে বিপক্ষ অজিরা
শুভব্রত মুখার্জি: ঘরের মাটিতে ২২ গজে ভারতকে যে কোনও ফর্ম্যাটের সিরিজেই হারানো যে কোনও দলের কাছে অত্যন্ত কঠিন একটা বিষয়। বারবার সেটা টের পেয়েছে সফররত বিদেশি দলগুলো। নিজেদের দেশে টিম ইন্ডিয়া শেষ ১৪ বছর অর্থাৎ এক দশকের একটু বেশি সময়ে মাত্র পাঁচ বার ওয়ানডে-তে দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে। আর এই পাঁচ বারের মধ্যে তিন বারই তাদের হারতে হয়েছে অজিদের বিরুদ্ধে। ফলে দেশের মাটিতে অন্ততপক্ষে ওয়ানডে ফর্ম্যাটে ভারতের কাছে অজি দল এখন কার্যত আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে।
আরও পড়ুন: চেনা উইকেট, তাও কোনও ব্যাটার ধরে খেলতে পারল না, আক্ষেপ রোহিতের গলায়
চেন্নাইতে বুধবার ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারক ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। সেই ম্যাচেই ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ভারতকে তাদের ঘরের মাঠেই ২-১ ফলে সিরিজ হারিয়ে দিল অজিরা। প্রায় চার বছর বাদে ফের একবার অজিদের কাছেই ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজ হারতে হল ভারতকে। এর আগে ২০১৯ সালেও ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতে এসে ৩-২ ফলে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এর আগে ভারত দেশের মাটিতে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-২ ফলে সিরিজ হেরেছিল। ২০১২-১৩ সালে তারা ২-১ ফলে পাকিস্তানের কাছে সিরিজ হেরেছিল। ২০০৯ সালে ৪-২ ফলে অস্ট্রেলিয়ার কাছেই সিরিজ হারতে হয়েছিল ভারতকে।
আরও পড়ুন: ঘরে টানা ২৬ ODI সিরিজে অপরাজেয় ভারতের ‘দৌড়’ থামাল অজিরা, ২০১৬-তে রুখেছিল ১৮-তে
এ দিন চেন্নাইতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলার আগেই অল আউট হয়ে যায় অজিরা। ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় অজিরা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন এই সিরিজের নায়ক মিচেল মার্শ। তাঁকে যোগ্য সঙ্গত করেন ট্রেভিস হেড (৩৩)। ওপেনিং জুটিতে ওঠে ৬৮ রান। পরের দিকে অ্যালেক্স ক্যারি (৩৮), ডেভিড ওয়ার্নার (২৩), মার্নাস ল্যাবুশেন (২৮), মার্কাস স্টোইনিস (২৫) এবং শন অ্যাবট (২৬) দলকে লড়াকু স্কোরে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল ৪৯.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা (৩০), শুভমন গিল(৩৭), হার্দিক পাণ্ডিয়া (৪০), কেএল রাহুল (৩২) প্রত্যেকেই শুরুটা ভালো করলেও লম্বা ইনিংস খেলতে না পারার কারণে হারতে হল ভারতকে। এ দিন ফের এক বার গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব। সিরিজে এই নিয়ে পরপর তিন ম্যাচে গোল্ডেন ডাক করলেন তিনি।
For all the latest Sports News Click Here