IND vs AUS: খারাপ ফর্মের সময় কোচ দ্রাবিড়কে পাশে পেলেন রাহুল
বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া মাত্র ১১৫ রানের টার্গেট তুলতে খুব বেশি কষ্ট হয়নি ভারতের। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় রাহুল দ্রাবিড়ের ছেলেরা।
তবে নাগপুর ম্যাচের থেকে শিক্ষা নিয়ে দিল্লিতে প্রথমে শুরুটা ভালই করে অজি বাহিনী। শুরুতে বেশ চাপেই থাকে ভারত। পরে অবশ্য চাপ কাটিয়ে প্রথম দিনের শেষে ম্যাচ নিজেদের দখলে আনতে শুরু করে ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে যায় ভারত । ২৬২ রানে ভারতের ১০ উইকেট পড়ে যায়। এক রানের লিড নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে ভারতীয় বোলারদের দাপটে সেই রানের সংখ্যা বেশি হয়নি।
ভারত ম্যাচ জিতলেও এই ম্যাচের পর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে লোকেশ রাহুলের খারাপ ফর্ম নিয়ে জল ঘোলা হতে শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও রান পাননি তিনি। দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪১ বলে ১৭ রান করে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান রাহুল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২ গজে দাঁড়াতেই পারেননি লোকেশ। ৩ বলে ১ রান করেন তিনি। ফের লিয়নের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর খারাপ ফর্ম নিয়ে আলোচনা শুরু হয়। ফর্মে থাকা তরুণ ব্যাটার শুভমন গিলকে তাঁর জায়গায় খেলানোর কথা শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটে। প্রবল সমালোচনার মুখে পড়েছেন কেএল রাহুল। এমন সময় তাঁর পাশে এসে দাঁড়ালেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা কেএল রাহুলের উপর বিশ্বাস এবং ভরসা দুটোই রাখছি। এইরকম খারাপ সময় সকলের কেরিয়ারেই আসে। আমরা আগামীতেও ওকে সাপোর্ট করে যাব।’
তিনি আরও বলেন, ‘রাহুলের জন্য এটা শুধুমাত্র একটা খারাপ সময়। ও আমাদের দলে সবচেয়ে সফল ওপেনারদের মধ্যে একজন। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সফরে সেঞ্চুরি রয়েছে ওর। আমরা ওর উপরে ভরসা রাখছি।’ দলের শীর্ষ মহল থেকে এই আশ্বাস রাহুলের মনোবল দৃঢ় করবে বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
For all the latest Sports News Click Here