IND vs AUS: কামিন্স নাকি স্মিথ, শেষ টেস্টে ক্যাপ্টেন কে? জানিয়ে দিল অস্ট্রেলিয়া
কামিন্সের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টেস্টে ভরাডুবির মুখে পড়তে হয় অস্ট্রেলিয়াকে। ভাঙা দল নিয়ে সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন ক্যাপ্টেন স্টিভ স্মিথ। কামিন্স পারিবারিক কারণে দেশে ফেরায় ইন্দোরের তৃতীয় টেস্টে মাঠে নামতে পারেননি। ফলে নেতৃত্বের দায়ভার হাতে পড়ে ভাইস ক্যাপ্টেন স্মিথের।
কামিন্স না থাকায় একদিক থেকে শাপে বর হয় অস্ট্রেলিয়ার। এমনটা নয় যে কামিন্স নেতা হিসেবে অযোগ্য এবং নেতৃত্ব বদলে জয়ের মুখ দেখে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্টে স্মিথের নেতৃত্ব প্রশংসিত হয়। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে কে নেতৃত্ব দেবেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। শেষমেশ যাবতীয় জল্পনায় ইতি টানে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে স্পষ্ট করে দেওয়া হয় ছবিটা। জানিয়ে দেওয়া হয় যে, আমদাবাদে সিরিজের চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়ার নেতৃত্বের ব্যাটন থাকবে স্টিভ স্মিথের হাতেই। আসলে মায়ের অসুস্থতার জন্য অস্ট্রেলিয়াতেই থাকছেন কামিন্স। তিনি এখনই ভারতে আসছেন না। তাই শেষ টেস্টে নেতা বদল করতে হচ্ছে না অজিদের।
আরও পড়ুন:- WPL 2023: অকারণে বিতর্ক বাঁধিয়েছেন ডটিন! বিজ্ঞপ্তি জারি করে সাফাই দিল গুজরাট, জানা গেল দিয়েন্দ্রার বাদ পড়ার আসল কারণ
কামিন্সের মা মারিয়া ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। সিডনিতে চিকিৎসা চলছে তাঁর। টেস্টে সিরিজের পরে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতত্ব দেওয়ার কথা কামিন্সের। তবে তিনি ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে আসবেন কিনা, সি বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ থেকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হবে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট। ভারত আপাতত চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। নাগপুর ও দিল্লির প্রথম ২টি টেস্টে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ইন্দোরের তৃতীয় টেস্ট জিতে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। আমবাদে জিতে ভারত সিরিজ জয়ের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করতে চাইবে। অন্যদিকে অস্ট্রেলিয়া মরিয়া শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে।
আরও পড়ুন:- IND vs AUS: চোট পেয়ে অজি ক্রিকেটারদের ছিটকে যাওয়ার ধারা জারি, ওয়ান ডে সিরিজে নেই তারকা পেসার, অনিশ্চিত IPL-এও
এদিকে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অজি পেসার ঝাই রিচার্ডসন। তাঁর বদলে অস্ট্রেলিয়ার ওয়ান ডে স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হেয়েছে ন্যাথন এলিসকে। টেস্ট সিরিজের পরে ১৭ মার্চ থেকে শুরু হবে একদিনের সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে খেলা হবে যথাক্রমে ১৯ ও ২২ মার্চ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here