IND vs AUS: ইন্দোরে হারের পর ভারতীয় ব্যাটিং অর্ডারে বড়সড় বদল চান পন্টিং
বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৩-এ এখনও পর্যন্ত তিনটি টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে, কিন্তু বিরাট কোহলির টেস্ট সেঞ্চুরির খরা এখনও কাটেনি। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে এই চার টেস্টের সিরিজ শুরুর আগে অনেক ক্রিকেট পন্ডিত ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই সিরিজে টেস্ট সেঞ্চুরির খরা শেষ হবে বিরাট কোহলির। ২০১৯ সালের নভেম্বরে বিরাট কোহলি তাঁর শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এই সিরিজে সেঞ্চুরি তো দূরের কথা, বিরাট একবারও ৫০ রান পার করতে পারেননি। বিরাটের টেস্ট সেঞ্চুরির খরা নিয়ে খোলামেলা কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে নিজের খেলা শেষ ১৫টি ইনিংসে একটি ফিফটিও করতে পারেননি। তাঁর ফর্ম নিয়ে প্রতিনিয়ত চলছে আলোচনা। রিকি পন্টিং তাঁর কঠিন সময়েও বিরাটকে নিয়ে সবসময় ইতিবাচক কথা বলেছেন। বিরাট গত ছয়-সাত মাসে ওয়ানডে এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান করেছেন, তবে টেস্ট সেঞ্চুরির অপেক্ষা এখনও চলছে। রিকি পন্টিং বলেছেন, ‘আমি এই সিরিজে কারও ফর্ম নিয়ে ভাবছি না কারণ এই সিরিজটি ব্যাটসম্যান হিসেবে দুঃস্বপ্নের মতো। প্রথম দুই টেস্ট ম্যাচ হারার পর তৃতীয় টেস্ট ম্যাচ জিতে দারুণ প্রত্যাবর্তন করেছে অস্ট্রেলিয়া।’
আরও পড়ুন… Sohail Tanveer retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের IPL জয়ী পেস বোলার
রিকি পন্টিং আরও বলেন, ‘আমরা সবাই জানি এই সিরিজে ব্যাট করা কতটা কঠিন ছিল। এটা শুধু টার্নিং উইকেটের কারণে নয়, অসম বাউন্সের কারণে। কোহলি যতদূর উদ্বিগ্ন, তিনি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় এবং এই জাতীয় খেলোয়াড়রা তাদের নিজস্ব পথ তৈরি করে। তিনি হয়তো এই মুহূর্তে রান করতে পারবেন না, কিন্তু তিনি নিজেই এটা জানেন। কারণ একজন ব্যাটসম্যান হিসেবে আপনি জানেন আপনি কী অবস্থায় রয়েছেন। আমি তাঁকে নিয়ে চিন্তিত নই কারণ আমি জানি সে ফিরে আসবে।’
আরও পড়ুন… WPL 2023: পরপর দুই ম্যাচ হারের পরে RCB ক্যাপ্টেন স্মৃতি মন্ধানার লড়াই-এ ফেরার বার্তা
এরপরে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়েও নিজের মতামত রেখেছেন রিকি পন্টিং। তাঁর মতে পরের ম্যাচে কেএল রাহুল ফিরতে পারেন। তবে কেএল রাহুলের ফেরায় শুভমন গিলের উপর কোনও প্রভাব নাও পড়তে পারে। কারণ রিকি পন্টিং-এর দৃষ্টিকোণ থেকে দুজনেই দারুণ ব্যাটার। তবে পন্টিং মনে করেন, গিল ইনিংসের শুরু করতে পারেন তবে কেএল রাহুল একটু নিজের দিকে নেমে ভারতীয় ব্যাটিং লাইন আপকে ভরসা দেবেন। কিন্তু সেক্ষেত্রে কাকে ভারতীয় দল বাদ দেয় সেটাই দেখার। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here