IND vs AUS: পন্তকে মিস করলেও দলে তাঁর বিকল্প আছে, মনে করেন রোহিত শর্মা
শুভব্রত মুখার্জি: আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে খেলা হবে না ভারতের তরুণ প্রতিভাবান কিপার ব্যাটার ঋষভ পন্তের। দুর্ঘটনার কারণে গুরুতর চোটে আক্রান্ত তিনি। ফলে এই সিরিজে খেলতে পারবেন না তিনি। সিরিজ শুরুর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল পন্তের বিষয়ে। সেই বিষয়ে বলতে গিয়ে রোহিত জানিয়েছেন অবশ্যই পন্তকে মিস করবে ভারত। তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন পন্তের জায়গায় খেলার জন্য বেশ কিছু যোগ্য ক্রিকেটারও রয়েছে তাঁদের হাতে।
রোহিত জানিয়েছেন ‘আমরা ঋষভ পন্তকে মিস করব। আমাদের দলে এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা এই জায়গাটায় (পন্তের) খেলার যোগ্য। ব্যাটারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। তাঁদের কী পরিকল্পনা রয়েছে তা নিয়েও আমরা আলোচনা করেছি। সেই পরিকল্পনা আমরা কাল ২২ গজে নেমে প্রয়োগ করব।’
প্রসঙ্গত নাগপুরে গতকাল থেকে শুরু হবে প্রথম টেস্ট। সূত্রের খবর অনুযায়ী নাগপুরের পিচ খুব শুষ্ক। ফলে পিচে বল স্পিন করবে বলেই আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভারত তিন স্পিনার নিয়ে খেলতে পারে। খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। বর্ডার-গাভাসকর ট্রফি এই মুহূর্তে রয়েছে ভারতের দখলে। শেষবার অজি সফরে গিয়ে ভারতীয় দল ২-১ ফলে সিরিজ জিতেছিল। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পন্ত। সিরিজের শেষ ব্রিসবেন টেস্টে ভারতের হয়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছিলেন তিনি। শেষ টেস্টের শেষ দিনে রান তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন ঋষভ পন্ত। ফলে স্বাভাবিকভাবেই আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে পন্তের অনুপস্থিতি অনুভব করতে পারে ভারত।
For all the latest Sports News Click Here