IND Predicted XI: রাহুল খেলবেন? উনাদকাট সুযোগ পাবেন? কী হবে ভারতের সম্ভাব্য ১১?
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত ছন্দে ১৮৮ রানে বড় জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। আর এই জয়ের হাত ধরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। পাশাপাশি তারা নিজেদের ফাইনালে ওঠার একটা সম্ভাবনাও তৈরি করেছে। আর এই জায়গাটা ধরে রাখতে হলে দ্বিতীয় টেস্টেও জয় প্রয়োজন। যে কারণে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত খুব সমস্যায় না পড়লে দলে বড় কোনও পরিবর্তন আনবে না। তারা উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইবে।
আরও পড়ুন: হাতে চোট পেলেন রাহুল, দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন তো? আপডেট দিলেন ব্যাটিং কোচ
শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা- দুই ব্যাটারই প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন। সিরিজ নির্ধারক ম্যাচে তাই তাঁদের ঘিরে প্রত্যাশা বেশি। এবং তাঁরা টপ অর্ডারকে শক্তিশালী করেছেন। মিডল অর্ডারে বিরাট কোহলি, ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ারের উপস্থিতি টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারকে একটি ভারসাম্য দেয়। ওপেনার হিসেবে কেএল রাহুল যদি চোটের জন্য একান্তই না খেলতে পারেন, সে ক্ষেত্রে হয়তো তাঁর জায়গায় পরিবর্ত নিতে হবে। রাহুল না খেললে বাংলার অভিমন্যু ঈশ্বরনের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে। তবে রাহুল খেললে, ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ের মধ্যে পরিবর্তনের সম্ভাবনা কম।
আরও পড়ুন: চাপ না সহ্য করতে পারলে দোকান দাও, ডিম বেচো-ফের ক্রিকেটারদের উপহাস কপিলের
অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের ৭ এবং আটে সম্ভবত খেলবেন। তাঁরা অলরাউন্ডারের কাজ করে থাকেন। প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেছেন কুলদীপ যাদব। তিনি দ্বিতীয় টেস্টেও দলে থাকছেন। টিম ইন্ডিয়া চাইলে দশ এবং এগারো নম্বরে পরিবর্তন করতে পারে। কিন্তু শেষ ম্যাচে মহম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনা নেই। জয়দেব উনাদকাটের দলে ঢোকার একটি ছোট সম্ভাবনা রয়েছে। তিনি সৌরাষ্ট্রকে বিজয় হাজারে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। উমেশ যাদবের জায়গায় তাঁকে খেলানো হলেও হতে পারে। তবে উমেশের অভিজ্ঞতার কারণে পরিবর্তনের কথা নাও ভাবতে পারে ভারতের ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অপরিবর্তিত একাদশ বৃহস্পতিবার মাঠে নামবে।
ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের সম্ভাব্য একাদশ:
ওপেনার: শুভমান গিল, কেএল রাহুল (অধিনায়ক)/অভিমন্যু ঈশ্বরন
মিডল অর্ডার: চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার
উইকেটরক্ষক: ঋষভ পন্ত
স্পিনার: অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন
স্পিনার: কুলদীপ যাদব
পেসার: মহম্মদ সিরাজ, জয়দেব উনাদকাট/উমেশ যাদব
For all the latest Sports News Click Here