ILT20: ফুলটস বলে বোল্ড, ব্র্যাভোর চালাকিতে মাঠ ছাড়তে হল ব্যাটসম্যানকে- ভিডিয়ো
টি-২০ ক্রিকেটে ভালো বলেও যেখানে অনায়াসে ছক্কা হাঁকান ব্যাটসম্যানরা, সেখানে ফুলটস বলে উইকেট পেলে বাড়তি উচ্ছ্বসিত হওয়াই স্বাভাবিক বোলারদের। তাও যদি আবার ফুলটস বলে বোল্ড হন কোনও ব্যাটসম্যান, তবে লজ্জার শেষ থাকে না। আইএল টি-২০’র এলিমিনেটরে ঠিক তেমন ছবিই চোখে পড়ল।
এক্ষেত্রে অবশ্য ব্যাটসম্যানের ব্যর্থতার থেকেও বোলারের চালাকি ধরা পড়ে বেশি। আসলে ব্যাটসম্যান রোভম্যান পাওয়েলকে ক্রমাগত স্লো বল করে যাচ্ছিলেন বোলার ডোয়েন ব্র্যাভো। পাওয়েল সামনের দিকে ছক্কা হাঁকানোর জন্য তৈরি ছিলেন। তাই হাওয়ায় ভাসিয়ে দেওয়া ফুলটস বলে বড় শট খেলার চেষ্টায় লাইন মিস করে বসেন তিনি। বল সরাসরি গিয়ে লাগে স্টাম্পে।
ছক্কা মারার বলে এভাবে আউট হয়ে দৃশ্যতই হতাশ ছিলেন রোভম্যান। ১৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে দুবাই ক্যাপিটালসের পাওয়েল ৩০ রানের লড়াকু ইনিংস খেলেন। ২২ বলের ইনিংসে তিনি ৩টি ছক্কা মারেন। এমআই এমিরেটসের ব্র্যাভো ৪ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
আরও পড়ুন:- শুক্রবার শুরু মেয়েদের T20 বিশ্বকাপ, ভারত-পাকিস্তান ব্লকবাস্টার লড়াই কবে? চোখ রাখুন গ্রুপ, সূচি ও স্কোয়াডে
ম্যাচে ইউসুফ পাঠানের নেতৃত্বাধীন দুবাই ক্যাপিটালসকে ৮ উইকেটে উড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট অর্জন করে এমআই। দ্বিতীয় কোয়ালিফায়াকে কায়রন পোলার্ডদের লড়াই গালফ জায়ান্টসের বিরুদ্ধে, যারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত হয় ডেজার্ট ভাইপার্সের কাছে।
শারজায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে দুবাই ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। হাফ-সেঞ্চুরি করেন জর্জ মুন্সি। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন। এছাড়া সিকন্দর রাজা ৩৪ বলে ৩৮ রানের যোগদান রাখেন। রবিন উথাপ্পা ৬ ও ইউসুফ পাঠান ৪ রান করে আউট হন। এমআইয়ের ট্রেন্ট বোল্ট ১৯ রানে ২টি উইকেট নেন। ২০ রানে ২টি উইকেট নেন রশিদ খান।
আরও পড়ুন:- IND vs AUS: স্লিপে স্মিথের সহজ ক্যাচ ছাড়েন কোহলি, টেকনিক নিয়েই প্রশ্ন তুললেন মার্ক ওয়া- ভিডিয়ো
জবাবে ব্যাট করতে নেমে এমিরেটস ১৬.৪ ওভারে ২ উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান সংগ্রহ করে নেয়। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে ফ্লেচার। ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৬৬ রান করে নট-আউট থাকেন নিকোলাস পুরান। ১০ রান করেন লরকান টাকার। ১টি করে উইকেট নেন জ্যাক বল ও দাসুন শানাকা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নিকোলাস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here