ILT20: ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি আন্দ্রে রাসেলের, তবু লজ্জার হার নাইট রাইডার্সের
আমিরশাহির নতুন টি-২০ লিগে ফের লজ্জার হার আবু ধাবি নাইট রাইডার্সের। টুর্নামেন্টের প্রথম চারটি ম্যাচেই পরাজিত হয়ে লিগ টেবিলের একেবারে শেষতম স্থান আরও পোক্ত করল এডিকেআর।
ইন্টারন্যাশনাল লিগ টি-২০ বা আইএল টি-২০’র উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্স ৭৩ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয় দুবাই ক্যাপিটালসের কাছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গালফ জায়ান্টস ৬ উইকেটে হারিয়ে দেয় আবু ধাবিকে। তৃতীয় ম্যাচে ডেজার্ট ভাইপার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মানে সুনীল নারিনের নতৃত্বাধীন এডিকেআর। এবার ডেজার্টের কাছেই ফিরতি ম্যাচে ১১১ রানের বিশাল ব্যবধানে আত্মসমর্পণ করে নাইট রাইডার্স।
উল্লেখযোগ্য বিষয় হল, আন্দ্রে রাসেলের মারকাটারি ব্যাটিং সত্ত্বেও বড় ব্যবধানে হার মানে আবু ধাবি। ডেজার্টের অ্যালেক্স হেলস একা যত রান সংগ্রহ করেন, নাইট রাইডার্সের সকলে মিলে স্কোরবোর্ডে সেই রান তুলতে পারেননি।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডেজার্ট ভাইপার্সকে শুরুতে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক সুনীল নারিন। আবু ধাবির বোলারদের যথেচ্ছ পিটিয়ে ডেজার্ট নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৯ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। দুর্দান্ত শতরান করেন অ্যালেক্স হেলস। তিনি ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ১১০ রান করে রান-আউট হন।
আরও পড়ুন:- ‘ও নাকি ফুরিয়ে গিয়েছে!’ রোনাল্ডোর সমালোচকদের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ কোহলির
৪১ বলে ৫৬ রান করেন কলিন মুনরো। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া রোহন মুস্তাফা ৮, শেরফান রাদারফোর্ড ২৩ ও টম কারান ১৬ রান করেন।
নাইট রাইডার্সের হয়ে ৩১ রানে ২টি উইকেট নেন লাহিরু কুমারা। ৪ ওভারে ৪৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। সুনীল নারিন ৪ ওভারে ৩৩ রান খরচ করেন। তিনি কোনও উইকেট পাননি।
আরও পড়ুন:- BPL-এ থামানো যাচ্ছে না শাকিব-ইফতিকারকে, ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ফের বরিশালকে জেতালেন দুই তারকা
পালটা ব্যাট করতে নেমে নাইট রাইডার্স ১৫.১ ওভারে মাত্র ১০৮ রানে অল-আউট হয়ে যায়। ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৭ রান করে আউট হন রাসেল। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। ধনঞ্জয়া ডি’সিলভা ১২ ও জাওয়ার ফরিদ ১১ রানের যোগদান রাখেন। সুনীল নারিন ১০ বলে ৫ রান করে মাঠ ছাড়েন।
ডেজার্টের হয়ে শেল্ডন কটরেল ৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন। ২টি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বেনি হাওয়েল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here