ILT20: ডাহা ফেল রাসেল, ব্যাট হাতে রংচটা নারিন, হারের হ্যাটট্রিক নাইট রাইডার্সের
দুঃস্বপ্নের শুরু। আমিরশাহির নতুন টি-২০ লিগে আবু ধাবি নাইট রাইডার্স যেভাবে অভিযান শুরু করে, তাকে যথাযথ বর্ণনা করার জন্য এমন শব্দবন্ধ একেবারে যথার্থ মনে হতে পারে। ঘরের ছেলেদের নিয়ে তারকাখচিত দল গড়েও আইএল টি-২০ বা ইন্টারন্যাশনাল লিগ টি-২০’র প্রথম তিন ম্যাচে হারের মুখ দেখতে হল নাইট রাইডার্সকে।
লিগের উদ্বোধনী ম্যাচে নাইট রাইডার্স ৭৩ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয় দুবাই ক্যাপিটালসের কাছে। দ্বিতীয় ম্যাচে গালফ জায়ান্টস ৬ উইকেটে হারিয়ে দেয় এডিকেআর-কে। এবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ডেজার্ট ভাইপার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হার মানে সুনীল নারিনের নতৃত্বাধীন আবু ধাবি।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নাইট রাইডার্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় ডেজার্ট ভাইপার্স। আবু ধাবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তোলে। লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ওপেনার ব্র্যান্ডন কিং। বাকিদের মধ্যে বলার মতো রান করেছেন শুধু চরিথ আসালঙ্কা।
আরও পড়ুন:- Video: হাত দিয়ে বেল ফেলে হিট উইকেটের আবেদন, স্টাম্পের পিছনে ইশানের দুষ্টুমি
কিং ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৭ রান করেন। আসালঙ্কা করেন ২১ বলে ২৬ রান। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া কলিন ইনগ্রাম ১৫ ও আকিল হোসেন ১২ রানের যোগদান রাখেন। ব্যাট হাতে ডাহা ফেল আন্দ্রে রাসেল। এক বলেই আউট হয়ে মাঠ ছাড়েন দ্রে রাস। তিন ম্যাচে রাসেলের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১২, ২৬ ও ০ রান। ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারিনও। তিনি ৬ বলে ৩ রান করে মাঠ ছাড়েন।
ভাইপার্সের হয়ে ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া অ্যাটকিনসন নিয়েছেন ২টি উইকেট।
আরও পড়ুন:- IND vs NZ: জয়ের মাঝেও থেকে গেল কাঁটা, হায়দরাবাদে কিউয়িদের হারালেও ভারতের দুশ্চিন্তার কারণগুলি দেখে নিন
জবাবে ব্যাট করতে নেমে ডেজার্ট ভাইপার্স ১৫.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে ম্যাচ জিতে যায়। অ্যালেক্স হেলস ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৪ রান করেন। এছাড়া ২৯ বলে ৩৫ রান করেন স্যাম বিলিংস। ১১ বলে ২৩ রানের যোগদান রাখেন রোহন মুস্তাফা। রাদারফোর্ড অপরাজিত থাকেন ১১ রানে।
নারিন ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ৩৭ রানে ১টি উইকেট নিয়েছেন রাসেল। টানা তিনটি ম্যাচ হেরে ৬ দলের টুর্নামেন্টে (লিগ টেবিলের) একেবারে শেষে রয়েছে নাইট রাইডার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here