ICC T20 ব়্যাঙ্কিংয়ে বিরাট লাফ দিলেন ক্যাপ্টেন পান্ডিয়া-সহ তিন ভারতীয় তারকা
আইসিসির টি-২০ ব়্যাঙ্কিংয়ে বিরাট লাফ দিলেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার অস্থায়ী ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া-সহ ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ইশান কিষাণ, দীপক হুডারা ব্যাটসম্যানদের ক্রমতালিকায় একলাফে অনেকটা উপরে উঠে আসেন।
ওয়াংখেড়ের প্রথম টি-২০ ম্যাচে ওপেন করতে নেমে ৩৭ রানের কার্যকরী ইনিংস খেলা ইশান ১০ ধাপ উঠে এসে ব্যাটসম্যানদের তালিকায় ২৩ নম্বরে চলে এসেছেন। ২৩ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলা দীপক হুডা টি-২০ ব্যাটসম্যানদের তালিকার প্রথম একশোয় ঢুকে পড়েন। তিনি ৪০ ধাপ উঠে এসে ৯৭ নম্বরে অবস্থান করছেন।
হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে কোনও উইকেট না পেলেও কৃপণ বোলিংয়ের সুবাদে বোলারদের তালিকায় ১০ ধাপ উন্নতি করেন। তিনি পৌঁছে গিয়েছেন টি-২০ বোলারদের তালিকার ৭৬ নম্বরে।
আরও পড়ুন:- ‘নায়কের’ অনিল কাপুরকে দেখে অনুপ্রাণিত শাকিব, ২-১ মাসেই বদলে দিতে পারেন BPL-এর ছন্নছাড়া ছবি!
সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে না পারলেও বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটসম্যানের মুকুট নিজের মাথায় রেখেছেন। বিরাট কোহলি রয়েছেন ১৩ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকার ২০ ও ২১ নম্বরে রয়েছেন যথাক্রমে লোকেশ রাহুল ও রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়া আগের মতোই ৫০ নম্বরে রয়েছেন। শ্রেয়স আইয়ার ২ ধাপ নেমে ৫৭ নম্বরে অবস্থান করছেন। ঋষভ পন্ত এক ধাপ নেমে ৮৩ নম্বরে পৌঁছে গিয়েছেন।
টি-২০ বোলারদের প্রথম দশে ভারতের কোনও ক্রিকেটার নেই। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে ভারতের সেরা টি-২০ বোলার হলেন ভুবনেশ্বর কুমার। তিনি রয়েছেন সার্বিক তালিকার ১১ নম্বরে। অর্শদীপ সিং ২১ ও রবিচন্দ্রন অশ্বিন ২৪ নম্বরে অবস্থান করছেন।
আরও পড়ুন:- AUS vs SA: সিডনি টেস্টে সেঞ্চুরি করে কিংবদন্তি ব্র্যাডম্যানকে টপকালেন স্মিথ, উঠলেন ‘তিন’ নম্বরে
দুই স্পিনার অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন যথাক্রমে ৪৬ ও ৪৭ নম্বরে। হার্ষাল প্যাটেল ২ ধাপ নেমে ৫৩ নম্বরে চলে গিয়েছেন। এছাড়া টি-২০ বোলারদের তালিকায় রবি বিষ্ণোই ৭৯, জসপ্রীত বুমরাহ ৮২, দীপক চাহার ৮৩, মহম্মদ শামি ৮৮ ও মহম্মদ সিরাজ ৯৩ নম্বরে রয়েছেন। এই মুহূর্তে আইসিসির সেরা টি-২০ বোলার হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রশিদ খান ও আদিল রশিদ রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। অল-রাউন্ডারদের প্রথম কুড়িতে আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। শীর্ষে রয়েছেন শাকিব আল হাসান। মহম্মদ নবি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।
For all the latest Sports News Click Here