ICC Super League Table: বাংলাদেশকে ধরে ফেলল পাকিস্তান, আফগানিস্তানকে টপকাল ভারত
আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত তিনটি ওয়ান ডে সিরিজ শেষ হয় কার্যত একই সঙ্গে। ভারত ৩-০ ব্যবধানে পরাজিত করে জিম্বাবোয়েকে। পাকিস্তান ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
তিনটি সিরিজ শেষে সুপার লিগ টেবিলে বিস্তর রদবদল হয়। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড লিগ টেবিলে বড়সড় লাফ দেয়। পিছিয়ে যেতে হয় আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়াকে।
আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ, যদিও পয়েন্টের নিরিখে তাদের ধরে ফেলেছে পাকিস্তান। নেট রান-রেটে পিছিয়ে থাকায় পাকিস্তান রয়েছে তিন নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।
আরও পড়ুন:- IND vs ZIM 3rd ODI: শেষ ওভারে রুদ্ধশ্বাস জয়, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
যদিও ভারতকে ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে না বলে তাদের কাছে নিছক গুরুত্বহীন এই সুপার লিগ টেবিল। আয়োজক দেশ হিসেবে ভারত এমনিতেই পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ খেলবে। আপাতত চোখ রাখা যাক সুপার লিগ টেবিলে-
আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিল:-
১. ইংল্যান্ড: ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট (রান রেট +১.২১৯)।
২. বাংলাদেশ: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.৩৮৪)।
৩. পাকিস্তান: ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট (রান রেট +০.২১৭)।
৪. নিউজিল্যান্ড: ১২ ম্যাচে ১১০ পয়েন্ট (রান রেট +১.২৬৩)।
৫. ভারত: ১৫ ম্যাচে ১০৯ পয়েন্ট (রান রেট +০.৭১৯)।
৬. আফগানিস্তান: ১২ ম্যাচে ১০০ পয়েন্ট (রান রেট +০.৫৬৩)।
৭. ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট (রান রেট -০.৭৩৮)।
৮. অস্ট্রেলিয়া: ১২ ম্যাচে ৭০ পয়েন্ট (রান রেট +০.৪৯৬)।
৯. আয়ারল্যান্ড: ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট (রান রেট -০.৩৮২)।
১০. শ্রীলঙ্কা: ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট (রান রেট -০.০৩১)।
১১. দক্ষিণ আফ্রিকা: ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট (রান রেট -০.২০৬)।
১২. জিম্বাবোয়ে: ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট (রান রেট -১.০৭৬)।
১৩. নেদারল্যান্ডস: ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট (রান রেট -১.১৬৩)।
আরও পড়ুন:- IND vs ZIM ODIs: অপ্রতিরোধ্য গিল, রাজকীয় প্রত্যাবর্তন চাহারের, জিম্বাবোয়ে সিরিজ থেকে ভারতের সেরা পাঁচ প্রাপ্তি
সুপার লিগের উদ্দেশ্য: ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। ভারত ছাড়া অপর ৭টি দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। অর্থাৎ, সুপার লিগ টেবিলের প্রথম ৭টি দল সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পাবে। যেহেতু ভারতকে যোগ্যতা অর্জন করতে হবে না, তাই প্রথম ৭টি দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে। বাকি ২টি জায়গার জন্য সুপার লিগ টেবিলের শেষে থাকা দলগুলিকে কোয়ালিফায়ার টুর্নামেন্টে মাঠে নামতে হবে সহযোগী দেশগুলির বিরুদ্ধে।
For all the latest Sports News Click Here