ICC Ranking: শীর্ষস্থান ধরে রাখলেন বাবর, বিরাটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রোহিত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকাপাকিভাবে ওয়ান ডে অধিনায়ক হিসাবে নিজের প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছিলেন রোহিত শর্মা। তার সুফল পেলেন ভারত অধিনায়ক। আইসিসির প্রকাশিত নতুন ব়্যাঙ্কিংয়ে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় তাঁর স্থানের পরিবর্তন না হলেও, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তাঁর দূরত্ব কমালেন রোহিত।
সদ্য প্রকাশিত ওয়ান ডে ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে রোহিত তিন নম্বরেই রয়েছেন। তবে তাঁর কোহলির থেকে মাত্র ২১ পয়েন্ট কম, ৮০৭ পয়েন্ট রয়েছে রোহিতের দখলে। অপরদিকে, প্রথম ওয়ান ডেতে মাত্র আট রানে আউট হয়েছেন, বহুদিন ধরে বড় ইনিংস নেই তাঁর ব্যাটে, তাও ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন কোহলি। দুই, তিনের মতো শীর্ষস্থানেও কোনো বদল ঘটেনি। এখনও ওয়ান ডে ব্যাটারদের তালিকায় শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিরাট কোহলির থেকে অনেকটাই এগিয়ে, ৮৭৩ রেটিং পয়েন্ট রয়েছে বাবরের দখলে।
ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় অবশ্য ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০ থেকে ছিটকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ উইকেটকিপার-ব্যাটার শাই হোপ। তাঁর বদলে প্রথম দশে প্রবেশ করেছেন পাকিস্তানের ফখর জামান এবং ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তবে ব়্যাঙ্কিংয়ে সবচেয়ে উঁচু লাফ দিয়েছেন ওমানের যতিন্দর সিং। আমিরশাহির বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে শতরানের পরেই এক, দুই নয়, ২৬ ধাপ এগিয়ে এসে প্রথম ১০০-এ জায়গা করে নিয়েছেন তিনি। যতিন্দর আইসিসির লিগ ২ টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে। ২৩ ম্যাচে তিনি মোট ৫৯৪ রান করেছেন।
For all the latest Sports News Click Here