ICC Ranking: চেনা ছন্দে না থাকলেও বিশ্বব়্যাঙ্কিংয়ের মুকুট খোয়াতে হয়নি সূর্যকে
বেশ কিছুদিন ধরেই পরিচিত ফর্মের ধারে-কাছে নেই সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটি ৪৩ রানের চমকপ্রদ ইনিংস খেললেও ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালাতে অভ্যস্ত সূর্যকুমার, তেমনটা দেখা যায়নি এখনও। যদিও খারাপ ফর্মের মাঝেও সুখবরের অন্ত নেই মুম্বই ইন্ডিয়ান্স তথা টিম ইন্ডিয়ার তারকা মিডল অর্ডার ব্যাটসম্যানের।
প্রথমত, উইজডেনের বিচারে বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সূর্যকুমার। দ্বিতীয়ত, রোহিত শর্মার বদলে একটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের গৌরবও অর্জন করেছেন তিনি। সর্বোপরি খারাপ ফর্মের প্রভাব পড়নি তাঁর ব্যক্তিগত বিশ্বব়্যাঙ্কিংয়ে। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ের সিংহাসন আপাতত নিজের দখলেই রেখেছেন সূর্য। আইসিসির সদ্যপ্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সেরা ব্যাটসম্যান হলেন সূর্যকুমার।
টি-২০ ব্যাটসম্যানদের প্রথম দশে সূর্যই একমাত্র ভারতীয় প্রতিনিধি। বোলারদের প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার নেই। অল-রাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ৫ টি-২০ ব্যাটসম্যান:-
১. সূর্যকুমার যাদব (ভারত)
২. মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)
৩. বাবর আজম (পাকিস্তান)
৪. এডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)
৫. রিলি রসউ (দক্ষিণ আফ্রিকা)
আরও পড়ুন:- DC vs KKR: দাদার দলের বিরুদ্ধেই কি কলকাতার হয়ে IPL অভিষেক হবে লিটনের? মিলল ইঙ্গিত
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ৫ টি-২০ বোলার:-
১. রশিদ খান (আফগানিস্তান)
৩. ফজলহক ফারুকি (আফগানিস্তান)
৪. জোশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
৫. মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা)
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ৫ টি-২০ অল-রাউন্ডার:-
১. শাকিব আল হাসান (বাংলাদেশ)
২. হার্দিক পান্ডিয়া (ভারত)
৩. মহম্মদ নবি (আফগানিস্তান)
৪. শাদব খান (পাকিস্তান)
৫. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
আইসিসির সাম্প্রতিক ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী শুভমন গিল এই মুহূর্তে বিশ্বের চার নম্বরে ওয়ান ডে ব্যাটসম্যান। গিল ছাড়াও ওয়ান ডে ব্য়াটসম্যানদের প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের ৬ নম্বর ওয়ান ডে ব্যাটসম্যান। রোহিত শর্মা অবস্থান করছেন তালিকার ৮ নম্বরে। ওয়ান ডে বোলাদের প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি মহম্মদ সিরাজ। ওয়ান ডে অল-রাউন্ডারদের প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার নেই।
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ৫ ওয়ান ডে ব্যাটসম্যান:-
১. বাবর আজম (পাকিস্তান)
২. রাসি ভ্যান ডার দাসেন (দক্ষিণ আফ্রিকা)
৩. ইমাম উল হক (পাকিস্তান)
৪. শুভমন গিল (ভারত)
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
আরও পড়ুন:- IPL 2023: কাউকে তোষামোদ নয়, স্যামসন নাকি লোকেশ রাহুল, কে ভালো? এমন প্রশ্নে কাটছাঁট জবাব সেহওয়াগের
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ৫ ওয়ান ডে বোলার:-
১. জোশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
২. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
৩. মহম্মদ সিরাজ (ভারত)
৪. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
৫. ম্য়াট হেনরি (নিউজিল্যান্ড)
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ৫ ওয়ান ডে অল-রাউন্ডার:-
১. শাকিব আল হাসান (বাংলাদেশ)
২. মহম্মদ নবি (আফগানিস্তান)
৩. রশিদ খান (আফগানিস্তান)
৪. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
৫. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here