ICC Ranking-এ বিরাট লাফ পুরান-রাজার, কোহলিকে পিছনে ফেললেন আইরিশ তারকা
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের চমকপ্রদ পারফর্ম্যান্স দিয়ে ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন নিকোলাস পুরান, সিকন্দর রাজা, হ্যারি টেক্টররা। বিশ্বব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন অভিজ্ঞ আইরিশ তারকা পল স্টার্লিংও।
গ্রুপ লিগের ম্যাচে জোড়া শতরান করার সুবাদে নিকোলাস পুরান ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ১৩ ধাপ উঠে এসে এললাফে পৌঁছে গিয়েছেন যুগ্মভাবে ১৯ নম্বরে। তিনি অবস্থান করছেন অজি উইকেটকিপার অ্য়ালেক্স ক্যারির সঙ্গে একাসনে।
সিকন্দর রাজা ৭ ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় পৌঁছে গিয়েছেন ২৭ নম্বরে। সেই সঙ্গে তিনি বিরাট লাফ দিয়েছেন অল-রাউন্ডারদের তালিকাতেও। সিকন্দর এই মুহূর্তে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের তিন নম্বর অল-রাউন্ডার। তাঁর সামনে রয়েছেন কেবল বাংলাদেশের শাকিব আল হাসান ও আফগানিস্তানের মহম্মদ নবি।
ব্যাটসম্যানদের প্রথম দশেও উল্লেখযোগ্য রদবদল চোখে পড়ছে। বিরাট কোহলি ও কুইন্টন ডি’ককে পিছনে ফেলে সাত নম্বরে উঠে এসেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। কোহলি পিছিয়ে গিয়েছেন আটে। রোহিত শর্মা অবস্থান করছেন ১০ নম্বরে। যথারীতি ব্যাটসম্যামনদের তালিকার শীর্ষে রয়েছেন পাক দলনায়ক বাবর আজম। পল স্টার্লিং ৯ ধাপ উঠে এসে ২৩ নম্বরে অবস্থান করছেন।
আরও পড়ুন:- কে বলেছে রাজনৈতিক কারণে মোহালি বাদ? কেন বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়নি, জোর গলায় জানালেন BCCI-এর ভাইস প্রেসিডেন্ট
ওয়ান ডে বোলারদের প্রথম দশে কোনও বদল নেই। আগের মতোই হেজেলউড একে এবং মহম্মদ সিরাজ রয়েছেন দুই নম্বরে। স্কটল্যান্ডের মার্ক ওয়াট ১১ নম্বরে উঠে এসেছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা পৌঁছে গিয়েছেন ২৪ নম্বরে।
ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন ওমানের জীশান মাকসুদ। হাসারাঙ্গা অবস্থান করছেন অল-রাউন্ডারদের তালিকার ৮ নম্বরে।
আইসিসির সেরা ১০ ওয়ান ডে ব্যাটার:-
১. বাবর আজম (পাকিস্তান)
২. রাসি ভ্যান ডার দাসেন (দক্ষিণ আফ্রিকা)
৩. ফখর জামান (পাকিস্তান)
৪. ইমাম উল হক (পাকিস্তান)
৫. শুভমন গিল (ভারত)
৬. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৭. হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড)
৮. বিরাট কোহলি (ভারত)
৯. কুইন্টন ডি’কক (দক্ষিণ আফ্রিকা)
১০. রোহিত শর্মা (ভারত)
আরও পড়ুন:- নেটে ধোনির বলে আউট হলে দেড় মাস বসা যেত না ক্যাপ্টেনের পাশে, মজাদার কাহিনি শেয়ার করলেন রায়না
আইসিসির সেরা ১০ ওয়ান ডে বোলার:-
১. জোশ হেজেলউড (অস্ট্রেলিয়া)
২. মহম্মদ সিরাজ (ভারত)
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
৪. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
৫. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
৬. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
৭. রশিদ খান (অস্ট্রেলিয়া)
৮. শাহিন আফ্রিদি (পাকিস্তান)
৯. মুজিব উর রহমান (আফগানিস্তান)
১০. মহম্মদ নবি (আফগানিস্তান)
আইসিসির সেরা ১০ ওয়ান ডে অল-রাউন্ডার:-
১. শাকিব আল হাসান (বাংলাদেশ)
২. মহম্মদ নবি (আফগানিস্তান)
৩. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)
৪. রশিদ খান (আফগানিস্তান)
৫. আসাদ ভালা (পিএনজি)
৬. জীশান মাকসুদ (ওমান)
৭. মেহেদি হাসান (বাংলাদেশ)
৮. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
৯. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
১০. ক্রিস ওকস (ইংল্যান্ড)
For all the latest Sports News Click Here