ICC Ranking-এ বিরাট লাফ কোহলির, সেরা ১০ ব্যাটসম্যান, বোলার ও অল-রাউন্ডার কারা?
এশিয়া কাপের দুরন্ত পারফর্ম্যান্সের সুবাগে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিলেন বিরাট কোহলি। ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি-সহ ২৭৬ রান সংগ্রহ করার সুবাদে ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উঠে আসেন তিনি। আপাতত কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকার ১৫ নম্বরে রয়েছেন।
এশিয়া কাপের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা ওয়ানিন্দু হাসারাঙ্গাও বিশ্বব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি বোলারদের তালিকার তিন ধাপ উঠে এসে ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন। অল-রাউন্ডারদের তালিকায় সাত ধাপ উঠে এসে ৪ নম্বরে জায়গা করে নিয়েছেন সিংহলি তারকা।
আইসিরি টি-২০ ব্যাটসম্যান, বোলার ও অল-রাউন্ডারদের তালিকার প্রথম দশে ভারতের একজন করে প্রতিনিধি রয়েছেন। সূর্যকুমার যাদব ব্যাটসম্যানদের তালিকার ৪ নম্বরে রয়েছেন। বোলারদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। অল-রাউন্ডারদের তালিকার ৭ নম্বরে অবস্থান করছেন হার্দিক পান্ডিয়া।
এই মুহূর্তে আইসিসির এক নম্বর টি-২০ ব্যাটসম্যান হলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। এক নম্বরে বোলার হলেন অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউড ও এক নম্বর অল-রাউন্ডার হলেন বাংলাদেশের শাকিব আল হাসান।
আইসিসির সেরা ১০ টি-২০ ব্যাটসম্যান:-
১. মহম্মদ রিজওয়ান: ৮১০ পয়েন্ট
২. এডেন মার্করাম: ৭৯২ পয়েন্ট
৩. বাবর আজম: ৭৭১ পয়েন্ট
৪. সূর্যকুমার যাদব: ৭৫৫ পয়েন্ট
৫. ডেভিড মালান: ৭৩১ পয়েন্ট
৬. অ্যারন ফিঞ্চ: ৭১৬ পয়েন্ট
৭. ডেভন কনওয়ে: ৬৮৩ পয়েন্ট
৮. পাথুম নিশঙ্কা: ৬৭৭ পয়েন্ট
৯. মহম্মদ ওয়াসিম: ৬৭১ পয়েন্ট
১০. রীজা হেনড্রিক্স: ৬২৮ পয়েন্ট
আরও পড়ুন:- CPL 2022: অর্ধেক লিগ শেষ, পয়েন্ট টেবিলে লাস্টবয় নাইট রাইডার্স, কেমন খেলেছেন নারিন-রাসেলরা? দেখে নিন পারফর্ম্যান্স
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ভারতীয় ব্যাটসম্যান:-
৪. সূর্যকুমার যাদব: ৭৫৫ পয়েন্ট
১৪. রোহিত শর্মা: ৬০৬ পয়েন্ট
১৫. বিরাট কোহলি: ৫৯৯ পয়েন্ট
২২. ইশান কিষাণ: ৫৭৪ পয়েন্ট
২৩. লোকেশ রাহুল: ৫৬৭ পয়েন্ট
আইসিসির সেরা ১০ টি-২০ বোলার:-
১. জোস হ্যাজেলউড: ৭৯২ পয়েন্ট
২. তারবাইজ শামসি: ৭১৬ পয়েন্ট
৩. আদিল রশিদ: ৭০২ পয়েন্ট
৪. অ্যাডাম জাম্পা: ৬৯৮ পয়েন্ট
৫. রশিদ খান: ৬৯৬ পয়েন্ট
৬. ওয়ানিন্দু হাসারাঙ্গা: ৬৯২ পয়েন্ট
৭. ভুবনেশ্বর কুমার: ৬৮২ পয়েন্ট
৮. মাহিশ থিকসানা: ৬৮০ পয়েন্ট
৯. মুজিব উর রহমান: ৬৭৭ পয়েন্ট
১০. আকিল হোসেন: ৬৬৫ পয়েন্ট
আরও পড়ুন:- ব্যাটের গ্রিপ সাফ করার ভিডিয়ো পোস্ট করে কেন ট্রোল হলেন তেন্ডুলকর?
আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী সেরা পাঁচ ভারতীয় বোলার:-
৭. ভুবনেশ্বর কুমার: ৬৮২ পয়েন্ট
২৭. যুজবেন্দ্র চাহাল: ৫৬৪ পয়েন্ট
৩৩. হার্ষাল প্যাটেল: ৫২০ পয়েন্ট
৪০. রবি বিষ্ণোই: ৪৯৭ পয়েন্ট
৪১. রবিচন্দ্রন অশ্বিন: ৪৯৫ পয়েন্ট
আইসিসির সেরা ১০ টি-২০ অল-রাউন্ডার:-
১. শাকিব আল হাসান: ২৪৮ পয়েন্ট
২. মহম্মদ নবি: ২৪৬ পয়েন্ট
৩. মইন আলি: ২২১ পয়েন্ট
৪. ওয়ানিন্দু হাসারাঙ্গা: ১৮৪ পয়েন্ট
৫. গ্লেন ম্যাক্সওয়েল: ১৮৩ পয়েন্ট
৬. জেজে স্মিত: ১৬০ পয়েন্ট
৭. হার্দিক পান্ডিয়া: ১৬০ পয়েন্ট
৮. জীশান মাকসুদ: ১৫৮ পয়েন্ট
৯. রোহন মুস্তাফা: ১৫৬ পয়েন্ট
১০. দীপেন্দ্র আইরি: ১৫১ পয়েন্ট
For all the latest Sports News Click Here